ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

২৭ বছর পর ভারতকে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৫, ৮ আগস্ট ২০২৪

২৭ বছর পর ভারতকে হারাল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে লঙ্কান অধিনায়ক আসালঙ্কা

প্রথম ওয়ানডে টাই, এরপর টানা দুই জয়ে ২-০তে সিরিজ জিতল শ্রীলঙ্কা। শেষ ম্যাচে রোহিত শর্মাদের ¯্রফে উড়িয়ে দিয়েছে চারিথ আসালঙ্কার দল। কলম্বোয় স্বাগতিকদের জয় ১১০ রানের বিশাল ব্যবধানে। ২৪৯ রানের জয়ের লক্ষ্যে ২৬.১ ওভারে ১৩৮ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। ২৭ বছর পর ওয়ানডে সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা।

সেবার ৩-০ ব্যবধানে জিতেছিল তারা, সেই সিরিজে ২১০ রান করা সনাথ জয়াসুরিয়া এই সিরিজেও ছিলেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে, ‘এটা অনেক দীর্ঘ এক সময়। ১৯৯৭ সালের সেই সিরিজে আমি খেলেছি এবং অনেক রান করেছি। ভারতের বিপক্ষে ২৭ বছর পর আবার জয়ী দলের অংশ হলাম।’ 
তিন ম্যাচের এই সিরিজে ৩০ উইকেটের ২৭টিই নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। সর্বোচ্চ ৮ উইকেট লঙ্কান জেফরি ভ্যান্ডার্সের। বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেলে তাঁর পরিবর্তে ২ ম্যাচ খেলেই ঝলক  দেখিয়েছেন এই লেগস্পিনার। ৭ উইকেট ও ১০৭ রান অলরাউন্ড পারফর্ম্যান্সে সিরিজসেরা হয়েছেন দুনিথ  ভেল্লালাগে।

নতুন অধিনায়ক আসালাঙ্কা ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে সেটা পুষিয়ে দিয়েছেন। ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আসালাঙ্কাদের প্রশংসা করেন জয়াসুরিয়া, ‘এসব ছেলেদের সঙ্গে থাকতে  পেরে সত্যিই অনেক খুশি। তারা অনেক প্রতিভাবান ক্রিকেটার। পুরো দেশ দেখেছে আমরা কী করতে পারি।’ বলেন লঙ্কান গ্রেট। দল ব্যর্থ হলেও ৩ ইনিংসে ১৫৭ রান কেরছেন রোহিত, সেটাও ১৪১.৪৪ স্ট্রাইক রেটে। আক্রমণাত্মক খেলার কৌশল মেনেই সফল হয়েছেন ভারত অধিনায়ক। যেটা অন্যরা পারেননি।

×