ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

পাপন-সালাউদ্দিনের কী হবে সেটা নিয়ে আলোচনার ঝড়

রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৯, ৬ আগস্ট ২০২৪

রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি

পাপন-সালাউদ্দিন

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বভাবতই ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের বিষয়টি আলোচনায় উঠে আসছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় দুটি ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় এক যুগ ধরে বিসিবি সভাপতির দায়িত্বে নাজমুল হাসান পাপন।

সর্বশেষ ক্রীড়ামন্ত্রী হন তিনি। অন্যদিকে টানা ১৬ বছর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অতীতে এ রকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথবা সরকার নিয়োগকৃত কর্তাব্যক্তিদের। ‘রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই। যাঁরা খেলাধুলা ভালোবাসেন, খেলার লোক, এমন ব্যক্তিরাই ফেডারেশনে আসুক। এমন কেউ থাকা ঠিক হবে না, যাঁরা এসে গ্রুপিং করবেন, বিভেদ তৈরি করবেন।’ সংবাদ মাধ্যমে বলছিলেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল। অনেকেই ক্রীড়া প্রশাসনে পরিবর্তন চাইছেন। 
সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম যেমন বলছেন, ‘একেকজন ব্যক্তি একেক জায়গায় (ফেডারেশনে) ১০-২০ বছর ধরে বসে আছে। কিন্তু কোনো ফল নেই। সেসব জায়গায় পরিবর্তন আনতে হবে। ক্রীড়াঙ্গনে জবাবদিহি আনাও জরুরি। যোগ্য লোককে যোগ্য স্থানে লাগবে। তাহলেই সত্যিকারের পরিবর্তন আসবে।’ এদিকে আলট্রাস নামের একটি সংগঠন সামাজিক মাধ্যমে বাফুফে প্রধান সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হাজির হয়েছিলেন বেশ কিছু ক্রীড়া সংগঠক। তাদের নেতৃত্বে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। বিসিবি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সভাকক্ষে গিয়ে বসেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

এ ছাড়াও কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন হাজির হন।

বিসিবি ছাড়ার আগে রফিকুল ইসলাম বাবু বলেছেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’ 
পাপনকে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিদায় নিতে হচ্ছে, তা বলা বাহুল্য। তবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সরকার নিয়োগ দেয় না।

×