ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

প্যারিস অলিম্পিক

বাস্কেটবলে জার্মানির মেয়েদের ইতিহাস

জিএম মোস্তফা

প্রকাশিত: ২২:৫৭, ৬ আগস্ট ২০২৪

বাস্কেটবলে জার্মানির মেয়েদের ইতিহাস

মেয়েদের বাস্কেটবলে স্বর্ণজয়ের পর জাতীয় পতাকা নিয়ে জার্মানির খেলোয়াড়দের উল্লাস

প্যারিস অলিম্পিকে মেয়েদের তিনজনের বাস্কেটবল ইভেন্টে স্বর্ণপদক জিতেছে জার্মানি। সোমবার ফাইনালে তারা ১৭-১৬ ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্পেনকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে। কোনো বাস্কেটবল টুর্নামেন্টে এটাই জার্মানির মেয়েদের প্রথম আন্তর্জাতিক পদক। জার্মানির জয়ের অন্যতম নায়ক সোঞ্জা গ্রেইঞ্চার বলেন, ‘এবারের স্বর্ণপদক জয়ের জন্য আমরা মরিয়া ছিলাম। সেই লক্ষ্যে আমরা দলগতভাবেই শেষ ম্যাচটা উপভোগ করতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের বড় লক্ষ্য।

এখন কেবলই উপভোগ করতে চাই আমরা।’ এদিকে ছেলেদের তিনজনের বাস্কেটবলের এই টুর্নামেন্টে স্বর্ণ জয়ের গৌরব অর্জন করেছে নেদারল্যান্ডস। ফাইনালে ডাচরা পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ২০২৪ অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সকে। স্বর্ণপদকের রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা ১৮-১৭ পয়েন্টে হারায় স্বাগতিক ফ্রান্সকে। নির্ধারিত সময়ে ১৬-১৬ পয়েন্টে ড্র থাকার পর ফাইনাল ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।
মেয়েদের ডিসকাস থ্রোয়ে স্বর্ণপদক ধরে রাখলেন ভ্যালেরি অলম্যান। তিন বছর আগে টোকিও অলিম্পিকে মেয়েদের
ডিসকাস থ্রোতে স্বর্ণ জিতেছিলেন ভ্যালেরি অলম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা অ্যাথলেট প্যারিস অলিম্পিকেও দাপট অব্যাহত রাখলেন। টোকিওতে ৬৮.৯৮ মিটার দূরত্বে পাঠানো অলম্যান এবার ডিসকাসটাকে ছুঁড়েছেন আরও দূরে। এবার ৬৯.৫০ মিটার দূরে ছুড়ে স্বর্ণপদক ধরে রাখেন তিনি। ৬৭.৫১ মিটার নিয়ে এই ইভেন্টে রুপা জিতেছেন চীনের বিন ফেং। তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন ক্রোয়েশিয়ার সান্দ্রা এলকাসেভিচ।

প্যারিস অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়লেন সুইডেনের পোল ভল্টার আরমান্দ ডুপ্লান্টিস। প্রথম দুই চেষ্টায় অল্পের জন্য না পারলেও তৃতীয় ও শেষ চেষ্টায় ৬.২৫ মিটার পেরিয়ে বিশ্বরেকর্ড গড়ে পুরো স্টেডিয়ামকে মাতিয়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ডুপ্লান্টিস। সেইসঙ্গে ৯ বার বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী এই সুইডিশ অ্যাথলেট। ৫.৯৫ মিটার লাফিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস। আর ৫.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস।

৮০০ মিটারে দাপট দেখিয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়লেন কিলি হজকিনসন। এই  ইভেন্টে মাত্র ১ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে সমাপ্তিরেখা স্পর্শ করে স্বপ্নের অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ের নজির গড়েন তিনি। সেইসঙ্গে গ্রেট ব্রিটেনের তৃতীয় মহিলা হিসেবে ৮০০ মিটারে স্বর্ণপদক জয়ের নজির গড়লেন হজকিনসন। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার সিগে দুগুমা। দ্বিতীয় হওয়ার পথে এদিন তিনি সময় নেন ১ মিনিট ৫৭.১৫ সেকেন্ড। ১ মিনিট ৫৭.৪২ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার মেরি মোরা।
এদিকে ছেলেদের ফুটবলে স্বর্ণের লড়াইয়ে জায়গা করে নিয়েছে আয়োজক দেশ ফ্রান্স এবং স্পেন। সেমিফাইনালে মিসরকে ৩-১ গোল হারিয়ে অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে থিয়েরি অরির শিষ্যরা। পিছিয়ে পড়েও জিয়ান ফিলিপে মাতেতার জোড়া গোল ও মিশেল অলিসের গোলে জয় পেয়েছে দলটি। স্বর্ণের লড়াইয়ে আগামী শুক্রবারের ফাইনালে তারা খেলবে স্পেনের বিপক্ষে।

ইউরোজয়ী স্পেন ২-১ গোলে পরাজিত করে মরক্কোকে। ফ্রান্স ফুটবল দল এর আগে অলিম্পিকে স্বর্ণের পদক জিতেছিল ১৯৮৪ সালে। অর্থাৎ ৪০ বছর পর স্বর্ণের পদক জেতার সুযোগ স্বাগতিকদের সামনে। স্পেনও অলিম্পিকে সর্বশেষ স্বর্ণের পদক জেতে ৩২ বছর আগে, ১৯৯২ সালে। এবার দুই দলেরই দীর্ঘ সময় পর সোনা পুনরুদ্ধারের হাতছানি।

×