ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

প্যারিস অলিম্পিকে চীন-যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২৩:৪৬, ৫ আগস্ট ২০২৪

প্যারিস অলিম্পিকে চীন-যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই

প্যারিস অলিম্পিকে এভাবেই হেসে চলেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। ছবিতে সাঁতারে সাফল্য পাওয়া মার্কিন দল

প্যারিস অলিম্পিকে এ পর্যায়ে স্বর্ণপদক সংখ্যায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সোমবার রাতে এ রিপোর্ট লেখার সময় ২১ স্বর্ণ নিয়ে শীর্ষে চীন। ১৭ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জে দেশটির মোট পদক ৫১টি। ১৯ স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির মোট পদক সর্বোচ্চ ৭২টি। ২৭ রৌপ্যের সঙ্গে ব্রোঞ্জ ২৬টি। সমান ১২টি করে স্বর্ণ ফ্রান্স ও অস্ট্রেলিয়ার। মঙ্গলবার ৫টি স্বর্ণ জিতে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।

ওইদিন চীন জিতেছিল ২টি স্বর্ণ। সোমবার জিমন্যাস্টিক্স, শূটিং, ফায়ারসহ একাধিক ইভেন্ডে বাজিমাত করে ঘুরে দাঁড়ায় চীন। আগেরদিন মার্কিন সাঁতারুরা যেখানে দাপট দেখিয়েছিলেন, সেখানে পরদিন জিমন্যাস্টিকসহ ভিন্ন সব ইভেন্টে সাফল্য পায় চায় না। আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের প্যারালাল বারে ১৯৭৬ সালের পর প্রথম অ্যাথলেট হিসেবে ব্যাক টু ব্যাক সোনা জিতেছেন চীনের জোউ জিংউয়ান। তার স্কোর ১৬.২০০। 

রৌপ্য জিতেছেন ইউক্রেনের ইলিয়া কোভতুন। তার স্কোর ১৫.৫০০। তার আগে এদিন শূটিংয়ে ছেলেদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ারে স্বর্ণ জিতেছেন চীনের লি ইয়োহেং। এই ইভেন্টে এটি চীনের প্রথম অলিম্পিক স্বর্ণ। রৌপ্য জিতেছেন দক্ষিণ কোরিয়ার চে ইয়েয়োনজি। অলিম্পিকের এই ইভেন্টে এটি কোরিয়ার প্রথম পদক। তবে আলোচিত যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসের স্বর্ণ জয়। অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দৌড় শেষে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবের খেতাব জিতেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন তারকা ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ১০০ মিটার স্প্রিন্ট।

তার সমান ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার কিশানে টম্পসন। দুই জনকে পৃথক করেছে সেকেন্ডের হাজারভাগের ৫ ভাগ সময়। সেকেন্ডের সহস্রাংশে লাইলস (.৭৮৪) এগিয়ে ছিলেন টম্পসনের চেয়ে (.৭৮৯)। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি। রবিবার দিনের শেষ ভাগেই দাপট দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে আকর্ষণীয় ইভেন্ট সাঁতারে।

পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতছেন ববি ফিন। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার মিডেল রিলেও যুক্তরাষ্ট্রের সাঁতারুরা বাজিমাত করেছেন। সাঁতারের শেষদিনে মন ভেঙেছে এবারের অলিম্পিকের সেনসেশন লিওঁ মারশাঁর। পাঁচটি স্বর্ণ জিতে প্যারিস অলিম্পিক শেষ করার সুযোগ ছিল ‘ফরাসির ফেলপেসর’। কিন্তু ফ্রান্সের ঘরের ছেলের পক্ষে তা আর হয়ে ওঠেনি। ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার মিডেল রিলেতে চীন ও যুক্তরাষ্ট্রের পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছে মারশাঁর ফ্রান্স। 
৮ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ৭ ব্রোঞ্জে সাঁতারে যুক্তরাষ্ট্রের মোট পদক ২৮। ৭ স্বর্ণ, ৮ রৌপ্য ও ৩ ব্রোঞ্জে অস্ট্রেলিয়ার পদক ১৮টি। ৪ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জে সাঁতারে আয়োজক ফ্রান্সের পদক ৭টি। ৩ স্বর্ণ, ২ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ কানাডার পদক ৮টি। আর ২ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৭ ব্রোঞ্জে চীনের পদক ১২টি। লা ডিফেন্সে অ্যারেনায় শেষ দিনের প্রথম পদকে লড়াইয়ে ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে ৫০-১০০ মিটারের ‘ডাবল’ পেয়েছেন সুইডেনের সারা শ্রোস্ট্রম।

দ্বিতীয় ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩০.৬৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ফিনকে। মার্কিন সাঁতারু ভেঙেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে গড়া চীনের সুন ইয়াংয়ের রেকর্ড। ৩.৮৮ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি। ব্রোঞ্জ আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেনের। ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার মেডলে রিলেতে ৩ মিনিট ২৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ গেছে চীনের দখলে। ০.৫৫ সেকেন্ড পেছনে থেকে  রৌপ্য যুক্তরাষ্ট্রের।

চীনের চেয়ে ০.৯২ সেকেন্ড পেছনে থেকে ব্রোঞ্চ মারশাঁর ফ্রান্সের। ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে অলিম্পিক শেষ করলেন মারশাঁ। সাঁতারের শেষ দিনের শেষ ইভেন্ট মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার মেডলে রিলেতে নিজেদের রেকর্ড ভেঙেছে মার্কিনিরা। ৩ মিনিট ৪৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে গড়া ৩ মিনিট ৫০.৪০ সেকেন্ডের রেকর্ড ভাঙে যুক্তরাষ্ট্র। এই ইভেন্টে রুপা জিতেছে অস্ট্রেলিয়া, ব্রোঞ্জ চীনের।

×