মিরপুরে ফিটনেস ও স্ট্রেংথ ট্রেনিংয়ে তাসকিন, শান্ত, সৌম্যরা
পাকিস্তান সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলনের প্রক্রিয়া শনিবার ভোরে শুরু হয়েছে। শুরুতেই শারীরিক সক্ষমতার মূল্যায়ন। সেটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও বৈরী প্রকৃতির কারণে শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে এদিন মিরপুরে ১৪ ক্রিকেটার দিয়েছেন শারীরিক সক্ষমতার পরীক্ষা। আবহাওয়া ভালো হলে সময় সুযোগমতো রানিং টেস্ট হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে এর সাথে খেলোয়াড়দের উপস্থিত থাকার বিষয়টিও নির্ভরশীল। কারণ অনেকেই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে মঙ্গলবার পাকিস্তান সফরে যাবেন।
তার আগে আজ থেকেই ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হয়ে যাবে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের অধীনে। ইতোমধ্যে স্পিন কোচ মুশতাক আহমেদও চলে এসেছেন। এদিন ডানহাতি পেসার তাসকিন আহমেদের টেস্টে ফেরার প্রক্রিয়াও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে রানিং ও স্প্রিন্ট টেস্ট করানোর কথা ছিল ক্রিকেটারদের। সেটি বাধাগ্রস্ত হয় বৃষ্টির কারণে। তাই ক্রিকেটাররা মিরপুরে দিয়েছেন স্ট্রেংন্থ পরীক্ষা। এ বিষয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল বলেছেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আজকে তার ফলোআপ টেস্টিং ছিল। কিছু স্ট্রেংন্থ টেস্ট ছিল, তো রানিং টেস্ট আবহাওয়ার কারণে করতে পারিনি। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’ অবশ্য প্রাকৃতিক পরিবেশ ভালো হলেই রানিং টেস্ট নেওয়া হবে ক্রিকেটারদের। তার আগে আজ থেকে স্কিল ক্যাম্প শুরু হয়ে যাবে।
বায়েজিদুল এ বিষয়ে আরও বলেছেন, ‘স্কিল ক্যাম্প আগামীকাল (রবিবার) থেকে শুরু হবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে পরবর্তী সময়টা আবহাওয়ার ওপর নির্ভর করবে, ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো খেলোয়াড় ‘এ’ দলে যাবে। তো সময়টা বের করা হলে আবার পরিকল্পনা করা হবে।’ এবার টেস্ট দলে ফেরার সম্ভাবনা উঁকি দিয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের। কাঁধের ইনজুরির কারণে ফিটনেস সমস্যায় লঙ্গার ভার্সন থেকে দূরে থাকা এ পেসার দিয়েছেন স্ট্রেংন্থ পরীক্ষা।
তাকে নিয়ে বায়েজিদুল বলেছেন, ‘ওর কাঁধের আগে যে ক্ষতিটা ছিল সেটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট।’ প্রক্রিয়াটা নিয়ে বায়েজিদুল বলেছেন, ‘তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। সে এতদিন টি২০ ফরম্যাটের জন্য খেলাধুলা করেছে। ওই সময় লম্বা স্পেলে বল করা হয় না। টেস্টে লম্বা সময় বল করতে হয় তাই ধীরে ধীরে বিল্ডআপ করে খেলতে হয়।’