
স্বর্ণপদক গলায় ঝুলিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিচ্ছেন ফ্রান্সের সোনার ছেলে মারশাঁ
লিওঁ মারশাঁকে বলা হচ্ছে ‘ফরাসি ফেলপস’। অথচ অলিম্পিকে রেডর্ক ২৩ স্বর্ণের মালিক, যুক্তরাষ্ট্র কিংবদন্তি সাঁতারু ফেলপসও যা পারেননি, তেমন এক অনন্য কীর্তিই গড়ে ফেললেন মারশাঁ! একই দিনে জিতলেন দুটি স্বর্ণ, দুটিতেই গড়লেন নতুন রেকর্ড। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনার মারশাঁ মারশাঁ ধ্বনিতে গলা ফাটাচ্ছিলেন দর্শক। নিরাশ করেননি এ সেনসেশন। ২০০ মিটার বাটারফ্লাইয়ে রিওতে স্বর্ণজয়ী হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাকের কাছে প্রায় হেরেই যাচ্ছিলেন।
যদিও শেষ ৫০ মিটারে অভাবনীয় কামব্যাকে শেষ হাসিটা হেসেছেন মারশাঁ। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড। এই ইভেন্টে মিলাক রৌপ্য (১ মিনিট ৫১.৭৫ সেকেন্ড) ও কানাডার ইলিয়া খারুন (১ মিনিট ৫২.৮০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন। মাত্র দুই ঘন্টার ব্যবধানে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ জিতে নেন মারশাঁ। সময় নেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-কুক রৌপ্য (২ মিনিট ৬.৭৯ সেকেন্ড) ও নেদারল্যান্ডসের ক্যাপসার করবিউ (২ মিনিট ৭.৯০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।
টোকিও অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড, এবার সেটিই ভেঙে দিয়েছেন মারশাঁ। প্যারিস অলিম্পিকে ৪০০ মিটার মিডলেতে আগেই সোনা জিতেছিলেন। সেটা তিন দিন আগের কথা। ভেঙেছিলেন মাইকেল ফেলপসেরই করা রেকর্ড। ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতারের কিংবদন্তি ফেলপসের গড়া রেকর্ড ভেঙেছিলেন লা ডিফেন্স অ্যারেনার সুইমিং পুলে। অনেকের চোখে সেদিনই মারশাঁ হয়ে উঠেছিলেন ‘ফরাসি ফেলপস’।
এবার দুই ঘন্টার ব্যবধানে রেকর্ড গড়ে আরও দুটি স্বর্ণ জিতে গড়লেন অনন্য কীর্তি। পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন মারশাঁ অলিম্পিকের আগে বিশ^ সাঁতারে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি স্বর্ণ জয় করে এখন তিনি ফ্রান্সের জাতীয় নায়কে পরিণত হয়েছেন। ষষ্ঠ ফরাসি হিসেবে একই গেমসে তিনটি স্বর্ণপদক জিতলেন মারশাঁ। সর্বশেষ এই কীর্তি আছে ১৯৬৮ সালের আসরে জঁ-ক্লদ কিলির। জয় শেষে মারশাঁ বলেছেন, ‘আমি সত্যিই খুব লাজুক মানুষ। এই দুটি রেসে আমি ছিলাম আগ্রহের কেন্দ্রে। আমি আসলে দর্শকের কাছ থেকে শক্তি সঞ্চয় করছিলাম। তারা অবিশ্বাস্য, প্রতিটি ফাইনালে তারাই ছিলেন আমার শক্তি।’
মারশাঁ আরও যোগ করেন, ‘এখানে আসার পর থেকেই নিজেকে অন্যভাবে প্রমাণের একটা তাগিদ ছিল। দেশের মাটিতে অলিম্পিক, এখানে ভালো কিছু করতেই হবে, এমন আশা ছিল। ডাবল রেকর্ড গড়ে আমি কিছুটা হলেও সেই আশা পূরণ করেছি। সবাই আমাকে বলেছিল এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনের মধ্যেও শঙ্কা ছিল। আমি শুধুমাত্র প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি।
সত্যিকার অর্থেই আমি ঐ দুটি ফাইনালের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি।’ ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলে স্বর্ণ এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে মারশাঁ পেয়েছিলেন রৌপ্য পদক। ২০২৩ সালে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন স্বর্ণ। এবার নিজ আঙিনায় আলোচিত অলিম্পিক। একই দিনে দুটি ভিন্ন ইভেন্টে, দুটি ভিন্ন চ্যালেঞ্জ। সময়ের হিসেবে ব্যবধানটা ১০০ মিনিটের কিছু বেশি।
প্রথম সোনা জয়ের পর আবারও লা ডিফেন্স অ্যারেনার পুলে হাজির হলেন লিওঁ মারশাঁ। ঘরের ছেলেকে বরণ করে নিতে দর্শকরা ছিলেন প্রস্তুত। লিওঁ মারশাঁ পুলে নামলেন। উজাড় করে দিলেন নিজের সবটাই। গড়লেন রেকর্ড। এক রাতেই জয় করলেন নিজের দ্বিতীয় সোনা। ঢুকলেন রেকর্ডবুকে। অলিম্পিকের ইতিহাসে এক রাতে দুই সোনা জয়ের কীর্তি যে আর কারোরই নেই!