ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ সম্মান পেলেন লয়েড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ১ আগস্ট ২০২৪

ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ সম্মান পেলেন লয়েড

অলিম্পিকের নারী হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে গোলের পর স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাস

ওয়েস্ট ইন্ডিজের দুই বিশ^কাপ জেতানো কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বড় একটি সম্মানে ভূষিত হয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি) পুরস্কার দেওয়া হয়েছে তাকে। উইন্ডিজদের স্বর্ণযুগের মহানায়ক লয়েড। 
সত্তর থেকে আশির দশকের শুরু পর্যন্ত লয়েড অধিনায়ক হিসেবেই শুধু নয়, মারকুটে ব্যাটার হিসেবে প্রতিপক্ষদের জন্য ভয়ানক ছিলেন। তার কৌশলী নেতৃত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে টানা দুইবার ওয়ানডে বিশ^কাপ জয় করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে তিনি একশ টেস্ট খেলার গৌরব অর্জন করেন। এর মধ্যে ৭৪ টেস্টে নেতৃত্ব দিয়ে মাত্র ১২টি পরাজয় দেখেন।

সবমিলিয়ে ১১০ টেস্ট ও ৮৭ ওয়ানডে খেলে অবসর নেওয়ার পর কোচ, নির্বাচক, ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন লয়েড। সংযুক্ত ছিলেন গায়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেও এবং ২০১৯ সালে তাঁকে নাইটহুড দেওয়া হয়। গত রবিবার তাকে ওসিসি সম্মানে ভূষিত করা হয়।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার