ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের নতুন নির্বাচক কমিটি ঘোষণা

প্রকাশিত: ২১:১৮, ১৩ জুলাই ২০২৪

পাকিস্তান ক্রিকেটের নতুন নির্বাচক কমিটি ঘোষণা

পাকিস্তান ক্রিকেট বোর্ড

বড় কোনো টুর্নামেন্ট শেষেই পাকিস্তানের ক্রিকেটে রদবদলের মেলা বসে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারিয়েছিলেন বাবর আজম। সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক নিযুক্ত করা সহ কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল মোহাম্মদ হাফিজকে। তবে ম্যান ইন গ্রিনদের দায়িত্বে হাফিজ বেশি দিন স্থায়ী হতে পারেননি, আবার নেতৃত্বেও ফিরিয়ে আনা হয় বাবরকে।

এছাড়াও নির্বাচক কমিটিতেও আনা হয়েছিল পরিবর্তন। নতুন ব্যবস্থার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাবররা। তবে টুর্নামেন্টে হতাশাজনক পারফর্ম করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ম্যান ইন গ্রিনরা। এরপর থেকেই শুরুর হয় সমালোচনা। আর আরও একবার যে রদবদল আসতে চলেছে তাও আন্দাজ করেছিলেন সবাই। হয়েছেও তাই।

পাকিস্তান ক্রিকেটে ফের রদবদলের শুরুটা হয়েছে নির্বাচক কমিটি দিয়ে। ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয়ার পর ঢেলে সাজানো হয়েছে দল নির্বাচন ব্যবস্থা। নতুন নির্বাচক কমিটিতে থাকছেন আগের দুই নির্বাচক আসাদ শফিক এবং মোহাম্মদ ইউসুফ।

তবে এ দুজনের সঙ্গে দল নির্বাচনে থাকবেন দুই প্রধান কোচ। সাদা এবং লাল বলের ক্রিকেটের দুই প্রধান কোচ জেসন গিলেস্পি এবং গ্যারি কারস্টেনও থাকছেন নির্বাচক কমিটিতে। একই সঙ্গে টেস্ট এবং টি-টোয়েন্টির দুই অধিনায়ক অর্থাৎ শান মাসুদ এবং বাবর আজমও দল নির্বাচনে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন।

এছাড়াও দল নির্বাচনে নির্বাচক কমিটিকে সহায়তা করবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা।

নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল নির্বাচন করা। আগামী আগস্টে পাকিস্তান সফরে দুইটি টেস্ট খেলবে টাইগাররা।

 

শহিদ

×