উইলিয়ামসন
পুরোপুরি ফিট না হওয়ার পরও কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ড যখন বিশ্বকাপের দল ঘোষণা করে তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, শ্রেষ্ঠত্বের মঞ্চে এমন সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ বলছিলেন তারা।
কিন্তু কোচ গ্যারি স্টিডের বক্তব্যটি স্মরণীয়, ‘কেন শুধু অধিনায়ক নয়, সে আমাদের আধ্যাত্মিক নেতা।’ বিশ্বকাপের শুরুতে নামতে পারেনি, ফিট হয়ে ফেরেন বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তান, শ্রীলঙ্কা হয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনাল পর্যন্ত চার ইনিংসে করেন অপরাজিত ৭৮*, ৯৫, ১৪ ও ৬৯ রান। উইলিয়ামসন মানেই অভিজ্ঞতার ভা-ার, বিপদের ত্রাতাÑ আরও একবার সেটি প্রমাণ হলো।
সিলেটে টেস্টে বলতে গেলে একাই বুক চিতিয়ে লড়াই করলেন সাবেক কিউই অধিনায়ক। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৮ উইকেটে ২৬৬ রানে বুধবার দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যন্ড। ১০৪ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরিতে স্যার ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির পাশে বসেছেন ৩৩ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান। সিলেটে ভাগ্যকেও পাশে পেয়েছেন কেন। ৬৩ রানে মিড উইকেটে তার সহজ ক্যাচ ছাড়েন তাইজুল ইসলাম। এরপর ৭১ রানে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে একটু কঠিন ক্যাচ মিস করেন শরিফুল ইসলাম।
ওই দুই শট বাদে বাকিটা সময় উইলিয়ামসন ২২ গজে মুগ্ধতা ছড়িয়ে যান। অন্য প্রান্তে আশা জাগিয়েও সতীর্থরা যেখানে ইনিংস বড় করতে পারেননি, সেখানে তিনি ছিলেন ধৈর্য ও ক্লাসের প্রতিমূর্ত। ১৮৯ বলে ১১ চারে ২৯তম সেঞ্চুরিতে পা-রাখা উইলিয়ামসন ২০৫ বলে ১০৪ রান করে ফেরেন তাইজুলের বলে বোল্ড হয়ে। দিনের শেষভাগে নতুন বল হাতে পেয়ে মাথাব্যথার কারণ হয়ে ওঠা ব্যাটারকে বোল্ড করেন বাঁহাতি এ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত ছন্দ অব্যাহত রইল কেন উইলিয়ামসনের। সব মিলিয়ে ৯৫তম টেস্টে এটি তার ২৯তম সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে নয় ইনিংসে চতুর্থ। টেস্টে এ নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি হাঁকালেন স্টাইলিশ এ ব্যাটার, শেষ পাঁচ ম্যাচে চতুর্থ! যেখানে আছে একটি ডাবল সেঞ্চুরিও।
৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেটকে গুডবাই বলা ব্র্যাডম্যান ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরি পেয়েছিলেন। কোহলি ১১১ টেস্টে পেয়েছেন ২৯তম টেস্ট সেঞ্চুরি। টেস্টে ৫১ সেঞ্চুরিতে সবার ওপরে শচীন টেন্ডুলকর। বর্তমানে খেলে যাওয়াদের মধ্যে কেন-বিরাটের ওপরে আছেন স্টিভেন স্মিথ (৩২) ও জো রুট (৩০)।
চলতি বছর উইলিয়ামসেনের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত মার্চে সবশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি (২১৫)। বাংলাদেশের বিপক্ষে এটি উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি। চারটি ফিফটির ইনিংসও রয়েছে বাংলাদেশের বিপক্ষে। ৫৫.৫৮ গড়ে ক্যারিয়ার সাজানো উইলিয়ামসনের বাংলাদেশের বিপক্ষে গড় ১৩১।
এখন পর্যন্ত ৭ টেস্টে ৯ ইনিংসে রান করেছেন ৭৮৬। ২০১৩ সালে প্রথম মুখোমুখিতেই সেঞ্চুরি পেয়েছিলেন চট্টগ্রামের মাটিতে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে দ্বিতীয় সেঞ্চুরিতে করেন ১০৪ রান। ছিলেন অপরাজিত। ২০১৯ সালে ঝকঝকে ২০০ রানের অপরাজিত ইনিংস।