ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডোনাল্ডকে মিস করবো: হাথুরু

প্রকাশিত: ১৬:৪০, ১০ নভেম্বর ২০২৩

ডোনাল্ডকে মিস করবো: হাথুরু

হাথুরু-ডোনাল্ড 

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেয়া অ্যালান ডোনাল্ডকে মিস করবেন চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসে একথা জানান তিনি। 

তিনি বলেন, আমাদের পেস বোলারদের সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে ডোনাল্ড। দলের সার্বিক সাফল্যেও তার ভূমিকা ছিলো। সে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব নিয়ে এসেছিল দলে। কোচ হিসেবে সে ছিল দারুণ এক সংযুক্তি। তার মতন অভিজ্ঞ একজনের সঙ্গে কাজ করা মিস করব।'

জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে এই পেস বোলিং কোচের। অনেকেই দাবি করছেন প্রধান কোচের সঙ্গে মতবিরোধ রয়েছেন ডোনাল্ডের। তবে পারিবারিক কারণ দেখিয়েই ছেড়ে যাচ্ছেন ডোনাল্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে ডোনাল্ডের চলে যাওয়া নিয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘আমি জানি না কি আলাপ হচ্ছে। আমি যতটা জানি বিশ্বকাপের পর কয়েকজন কোচের চুক্তি শেষ হচ্ছে।’

সম্প্রতি ম্যাথিউসকে করা টাইমড আউট নিয়ে বিদেশী এক গণমাধ্যমে মন্তব্য করেন ডোনাল্ড। যা নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ।তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'না, আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি তার।'

এবি 

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার