ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

প্রকাশিত: ১৪:৪৬, ৯ নভেম্বর ২০২৩

হাইভোল্টেজ ম্যাচে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার অধিনায়ক। 

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন লঙ্কানদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে মাঠে নেমেছে কিউইরা। অন্যদিকে, সেমির আশা আগেই শেষ হয়ে যাওয়া শ্রীলঙ্কার লক্ষ্য এখন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের দৌঁড়ে টিকে থাকা।

এদিকে, এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশের। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের দৌড়ে। সেই সাথে বড় সুবিধাটা পাবে পাকিস্তান। তবে শ্রীলঙ্কার জয়ে বিপাকে পড়বে বাংলাদেশ।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, দুসমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×