
গোলের উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদের কৃতী ফরোয়ার্ড জুড বেলিংহামের
নতুন মৌসুমের শুরু থেকেই চমক দেখিয়ে চলেছে জিরোনা। ক্লাবটির নামের সঙ্গে ‘জিরো’ থাকলেও কাজেকর্মে ঠিক উল্টো। অর্থাৎ ধারাবাহিকভাবে জাদু দেখিয়ে চলেছে। তাই তো স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম আট ম্যাচে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনাকে রীতিমতো টেক্কা দিয়ে চলেছে। দুই জায়ান্টকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠারও সুযোগ ছিল। কিন্তু শনিবার রাতে ঘরের মাঠ মন্টিলিভি স্টেডিয়ামে সফরকারী রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরে সুযোগ হারিয়েছে জিরোনা। ম্যাচে রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন জোসেলু, অরিলিয়েন চুয়ামেনি ও জুড বেলিংহাম।
হারলেও এখনো পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে জিরোনা। আট ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৯। এর আগে অবশ্য যৌভভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেছে তারা। মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বাজেভাবে হারের পর বার্সার হোঁচটের সুযোগে ফের শীর্ষে ফিরেছে রিয়াল। আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট সর্বোচ্চ ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে।
দারুণ জয় পেলেও ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দশজনের দলে পরিণত হয় রিয়াল। ৯০+৪ মিনিটে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাচো। শুরু থেকে দারুণ গোছান ফুটবল খেলা রিয়াল ম্যাচের ১৭ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায়। গোলটি করেন জোসেলু। ইংলিশ তারকা বেলিংহ্যামের ক্রস থেকে বলটি পেয়েছিলেন তিনি। এর চার মিনিট পর আবারও গোল। এবার অরিলিয়েন চুয়ামেনি গোল করেন। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জিরোনার জালে জড়ান চুয়ামেনি। বিরতির পর ম্যাচের ৭১ মিনিটে জোসেলুর পাস নিয়ন্ত্রণে নিয়ে নান্দনিক ভলিতে জিরোনার জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। এ নিয়ে রিয়ালে যোগ দেওয়ার পর আট ম্যাচে সাত গোল করেছেন ২০ বছর বয়সী এই তারকা।
এই ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার চ্যালেঞ্জ ছিল রিয়ালের। কেননা আগেই জয় পাওয়া বার্সিলোনা তাদের হটিয়ে টেবিলের ওপরে অবস্থান নেয়। সার্জিও রামোসের আত্মঘাতি গোলে সেভিয়ার বিরুদ্ধে ১-০ গোলের জয় পায় কাতালানরা। এরপর মাঠে নেমে বড় জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির দল। এই জয়ে এক নম্বরে ফিরেছে গ্যালাক্টিকোরা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, দল দারুণ খেলেছে। সলিড এবং আত্মবিশ্বাসী ম্যাচ ছিল। জিরোনাও দারুণ ফুটবল খেলেছে। আমরা তাদের প্রয়োজনীয় সময়েই আঘাত করতে পেরেছিলাম। ডিফেন্সিভ জায়গাতে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। ইতালিয়ান এই কোচ আরও বলেন, আমরা রক্ষণভাগেই খুব বেশি মনোযোগ দিয়েছিলাম। কারণ জিরোনার দারুণ একটি আক্রমণভাগ ছিল।
আমরা রক্ষণকে জমাট রেখেই আক্রমণে উঠেছিলাম। যে কারণে সাফল্য এসেছে। অন্যদিকে টানা ছয় জয়ের পর এমন হারে হতাশ জিরোনা। তাও আবার ঘরের মাঠে। ম্যাচ শেষে দলটির তরুণ স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স গার্সিয়া বলেন, এটা অবশ্যই হতাশার। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি। টানা ছয়টি ম্যাচ জয়ের পর এমন হার কষ্টের। তবে আমাদের দলের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। আশা করছি পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে। জিরোনার স্প্যানিশ কোচ ম্যাগুয়েল সানচেজ বলেন, ছেলেরা চেষ্টা করেছে। কিন্তু সব দিন এক যায় না। আবার মনে রাখতে হবে আমরা কাদের বিরুদ্ধে খেলেছি। দলটির নাম রিয়াল। আশা করছি, পরের ম্যাচেই দল জয়ের ধারায় ফিরবে।