ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রাহায়ণ ১৪৩০

আবারও প্রো-বক্সিংয়ের লড়াইয়ে সুরো কৃষ্ণ চাকমা

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আবারও প্রো-বক্সিংয়ের লড়াইয়ে সুরো কৃষ্ণ চাকমা

ঢাকায় অনুষ্ঠিত হবে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট।

গত মার্চে থাইল্যান্ডের বক্সার আনা পুংখেকে হারিয়েছিলেন সুরো কৃষ্ণ চাকমা। বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের চ্যাম্পিয়ন বক্সার সুরো কৃষ্ণ এবার আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট। এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সুরো কৃষ্ণ। 

বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নশিপ। 
এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারত ও স্বাগতিক বাংলাদেশের বক্সাররা। সুপার মিডলওয়েট বাউটে চার রাউন্ডের ম্যাচে বাংলাদেশের জুয়েল আহমেদ জনির মুখোমুখি হবেন ভারতের যুগন্ধর তাম্বাট। 
মেয়েদের ছয় রাউন্ড ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বাংলাদেশের তানজিলার প্রতিপক্ষ স্বদেশী আফরা খন্দকার। ওয়েল্টারওয়েটে বাংলাদেশের আল আমিনের সঙ্গে লড়াই করবেন রাশিয়ার কনস্ট্যান্টিন রুডেনকো। ব্যান্টামওয়েটে বাংলাদেশের উৎসব আহমেদের প্রতিপক্ষ ভারতের পবন কুমার আর্য। 
এতসব লড়াইয়ের ভিড়ে সবচেয়ে প্রতীক্ষিত লড়াই হবে বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা ও নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদের মধ্যে।
গত বছর মে মাসে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন সফলভাবে আয়োজন করেছিল প্রো-বক্সিং ইভেন্ট সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট। এরই ধারাবাহিকতায় এবার হচ্ছে আরেকটি চ্যাম্পিয়নশিপ।  

এবারের বক্সিং প্রতিযোগিতা টি স্পোর্টস অ্যাপ এবং ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি উপভোগ করা যাবে। প্রতিযোগিতার ব্রডকাস্টিং পার্টনার টি-স্পোর্টস। টি- স্পোর্টস ছাড়াও প্রো-বক্সিংয়ের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গতে অনলাইনের মাধ্যমে বক্সিং প্রতিযোগিতা দেখা যাবে। ওলিও ওরোলিও অলিভ অয়েল এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক। কো-স্পনসর হিসেবে আছে ইনস্টার, ক্লোথ, ট্রেডম্যাজেস্টিক লিমিটেড, আমি প্রবাসী এবং এভিয়া মেরিন লিমিটেড। 
এছাড়া অফিসিয়াল হাইড্রেশন পার্টনার হিসেবে ব্রুভানা, পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ এবং হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। 
 

 

রুমেল খান