ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

অনুশীলনে নেমে আহত হয়ে হাসপাতালে মিরাজ

প্রকাশিত: ১৪:৩১, ১৭ মার্চ ২০২৩

অনুশীলনে নেমে আহত হয়ে হাসপাতালে মিরাজ

মেহেদি হাসান মিরাজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নেমে চোট পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ফলে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

আগামীকাল শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

মাঠে অনুশীলনের সময় টাইগার পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে মিরাজের বুকে এসে লাগে। এরপর বুকে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ মিরাজের অবস্থা দেখাশোনা করেন। পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এ দিকে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকির হাসান। গতকাল অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া উইকেটকিপার এই ব্যাটার। জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

টাইগার দলের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও বেশ অসুস্থ। তিনি গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন। তবে অসুস্থতা থাকলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই তামিমকে পাওয়া যাবে।   

এমএইচ

monarchmart
monarchmart