
রাগবি প্রতিযোগিতা
আগামী ১০ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো মানিকগঞ্জের আপন (মাদকাসক্ত আসক্তি পুনর্বাসন নির্বাস)-এ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় এবং আপনের সহযোগিতায় দিনব্যাপী রাগবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় সিনিয়র দলে ২টি দলে মোট ১৪ ও জুনিয়র ৪টি দলে ২৮ খেলোয়াড় নিয়ে সিনিয়র ও জুনিয়র দল হয়ে অংশ নেবে।
সিনিয়র দলগুলো হলো : ব্রাদার জন রোজারিও এবং ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। জুনিয়র দলগুলো হলো : ব্রাদার ডোনাল্ড ব্রেকার, ব্রাদার বিজয় রদ্রি, ব্রাদার রবি , ব্রাদার লিটন রোজারিও।
এই প্রতিযোগিতায় কোচ ও রেফারি হিসেবে কাজ করবেন রাগবি ফেডারেশনের সিইও, ওয়ার্ল্ড রাগবি এডুকেটর ও লেভেল-২ কোচ, রেফারি (ম্যাচ অফিসিয়েট) নাজমুস সাকিব।
রুমেল