ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

গ্রেট শহীদ আফ্রিদির মেয়ে জামাই হলেন এই পেসার

আশা পূরণ শাহীন আফ্রিদির

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আশা পূরণ শাহীন আফ্রিদির

ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু পাক ক্রিকেটার শাহীন আফ্রিদির

সবকিছু আগে থেকেই ঠিকঠাক ছিল। দুই বছর আগেই গ্রেট শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বাগদান সেরে রেখেছিলেন শাহীন শাহ আফ্রিদি। এবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় শুক্রবার সন্ধ্যায় করাচিতে। বিয়ের পর পরই অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা। তাতে বসে তারার মেলা। বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারের পাশাপাশি পিসিবি ও ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন অনেকেই উপস্থিত ছিলেন।

ছিলেন বর্তমান অধিনায়ক বাবর আজম, পেসার নাসিম শাহ, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ হাফিজের মতো দেশবরেণ্য ক্রিকেটার, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, পাকিস্তানের সাবেক নাম্বার ওয়ান স্কোয়াশ খেলোয়াড়সহ অনেকে।
বিয়ের আনুষ্ঠানিকতা ও বিবাহোত্তর সংবর্ধনার পর স্থানীয় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়ে শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘শহীদ আফ্রিদি আমাদের ছোটবেলার নায়ক। তার মতো কিংবদন্তির মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল আমার। আলহামদুলিল্লাহ, সেটা পূরণ হয়েছে।’

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: