ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর

প্রকাশিত: ১৯:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩

টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর

ঢাকা ডমিনেটর্স- রংপুর রাইডার্স ম্যাচের টস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের আগে টস জিতেছে রংপুর রাইডার্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

এই ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙেনি রংপুর। অন্যদিকে ঢাকার একাদশে পরিবর্তন এসেছে। উসমান গণির বদলে একাদশে এসেছেন মোহর শেখ অন্তর।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোহাম্মদ আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আমির হামজা, আবদুল্লাহ আল মামুন।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই। 

এমএম