
নোভাক জোকোভিচ।
নোভাক জোকোভিচের পর সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন স্তেফানোস সিসিপাস। সুযোগ ছিল জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সঙ্গে পুরনো হিসাব-কিতাব বুঝে নেয়ার। কিন্তু সিসিপাস সার্বিয়ান তারকার সামনে বাধা হতে পারলেন না। সিসিপাসকে হারিয়ে প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন নোভাক জোকোভিচ-ই।
মেলবোর্নের কোর্টে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছিলেন নাদাল, ঠিক তার এক বছর পর একই মঞ্চে এসে নাদালকে ছুঁয়ে ফেললেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ।
রবিবার (২৯ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিসের স্তেফানোস সিৎসিপাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়ে রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ।
৩৫ বছর বয়সী জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে ১০ম গ্র্যান্ড স্লাম জয়। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একটি গ্র্যান্ড স্লাম ১০ বার জিতলেন জোকোভিচ। ফরাসি ফ্রেঞ্চ ওপেন রেকর্ড ১৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল।
এমএম