ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ট্রফিতে চুমু খাচ্ছেন স্ত্রী রোকুজ্জো, ছবি তুললেন মেসি

প্রকাশিত: ১২:৩৫, ১৯ ডিসেম্বর ২০২২

ট্রফিতে চুমু খাচ্ছেন স্ত্রী রোকুজ্জো, ছবি তুললেন মেসি

পরিবারের সঙ্গে লিওনেল মেসি

মেসির সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবসময় তার পাশে ছিলেন আন্তনেল্লা রোকুজ্জো।

টানা ৩ বিশ্বকাপে হেরে যখন বিদায় নিয়েছিলেন তখনও মেসিকে পাশে থেকে শক্তি জুগিয়েছেন। মেসি বারবারই তার কথায় পরিবার, স্ত্রী ও সন্তানদের সবকিছুতে, সবার আগে স্থান দিয়েছেন।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়। মেসির মতো তার পরিবারও আনন্দ অশ্রুতে চোখ ভাসিয়েছেন। ট্রফি জয়ের পর সেই মাহেন্দ্রক্ষণ আটকে রাখতে মেসি হয়ে গেলেন ফটোগ্রাফার। তবে কার ছবি তুলছেন? নিজের স্ত্রীর। রোকুজ্জোর ছবি তুলে মেসি বোধহয় হাফ ছেড়েই বাঁচলেন।

 

টিএস

×