ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন শিপ

তিন স্বর্ণপদক জয় করে দেশে ফিরলেন প্রতিযোগিরা   

প্রকাশিত: ১৭:৪৮, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:৪৬, ৯ ডিসেম্বর ২০২২

তিন স্বর্ণপদক জয় করে দেশে ফিরলেন প্রতিযোগিরা   

স্বর্ণপদক জয়ী প্রতিযোগিরা  

প্রথমবারের মতো এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত ২-৭ ডিসেম্বর দুবাইতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ সদস্যের পাওয়ারলিফটিং দলটি গত ৩০ নভেম্বর দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার দেশে ফিরেছেন তারা। 

সকালে হজরত শাহজালাল আন্তর্জঅতিক বিমানবন্দরে বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোমিনুল হক জানান, এবারের প্রতিযোগিতায় এশিয়ার ২৯টি দেশের মোট ৪৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন ৯ জন খেলোয়াড়। প্রতিযোগিতার সাব জুনিয়র ক্যাটাগরিতে ওভারঅলে স্বর্ণপদক জিতেছেন রাইয়ান রহমান। একই প্রতিযোগি স্কোয়াট, বেঞ্চপ্রেস এবং ডেডলিফটেও স্বর্ণপদক জিতেছেন। 

সাফল্য পেয়েছেন নারীরাও। নারীদের ওপেন ৮৪ কেজি + ক্যাটাগরিতে ওভারঅলে রৌপ্যপদক জিতেছেন ফাতেমা নিশু। স্কোয়াট, বেঞ্চপ্রেস ও ডেডলিফটেও রৌপ্যপদক জিতেছেন তিনি। পুরুষ ১০৫ কেজি ওপেন বিভাগে ডেডলিফটে ব্রোঞ্জপদক জিতেছেন আদিত্য পারভেজ। সাব জুনিয়র ৬৬ কেজি বিভাগে ডেডলিফটে ব্রোঞ্জপদক জিতেছেন আরাফ্ফু ইসলাম সাদ।

প্রতিযোগিতায় সাফল্য প্রসঙ্গে বাংলাদেশ পাওয়ার লিফটিং এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান জনকণ্ঠকে বলেন, দেশে পাওয়ার লিফটিং একেবারেই নতুন। অনেকে খেলাটি সম্পর্কে জানেনও না। তবে আমরা যারা চর্চাটা করছি তারা আন্তরিকভাবেই করছি। এ কারণে প্রথমবারই যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব হয়েছে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার