ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ জিততে চান ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৫, ৭ ডিসেম্বর ২০২২

আজ জিততে চান ধাওয়ান

শিখর ধাওয়ান

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরেছে সফরকারী ভারত। সিরিজে টিকে থাকার জন্য আজ জিততেই হবে। নয়তো হারতে হবে সিরিজের ট্রফি। তবে এরকম পরিস্থিতিতে আগেও পড়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল এবং সিরিজও জিতেছে। তাই হার দিয়ে শুরুর পরও ভারতীয় ক্রিকেটাররা দারুণ আত্মবিশ্বাসী ও ইতিবাচক আজ জেতার জন্য। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেই প্রত্যয়ই ব্যক্ত করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট রহস্যময়। সেই রহস্যময়তার কাছে বারবার পরাজিত হয়েছে অনেক বড় বড় দল। ভারতীয় দলও স্বাগতিক বাংলাদেশের কাছে এই ভেন্যুতে ২০১৫ সালে কুপোকাত হয়। তার ১ বছর আগে ভারতের দ্বিতীয় সারির দল এসে স্বাগতিকদেরই সমস্যায় ফেলে লো-স্কোরিং ম্যাচেও জয় তুলে নিয়ে। এবারও সেই উইকেটে হার দিয়ে শুরু করেছে ভারত। বিশে^র অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়েছে।

আজ দ্বিতীয় ম্যাচের আগে ধাওয়ান বললেন, ‘আমরা যখন উইকেট দেখি তখন এটাকে আর্দ্র, চটচটে মনে হয়েছে। আমরা ভেবেছি যে কয়েক ওভার পরেই এটা ঠিক হয়ে যাবে এবং ভালো খেলা সম্ভব হবে। সর্বশেষবার যখন এখানে আমরা খেলেছি সেটাই দেখেছি। কিন্তু তাতে খুব বেশি ব্যতিক্রম কিছু ঘটে না এ ধরনের উইকেটে। এখানে নিজেদের স্কিল, মানসিক শক্তি পরীক্ষার দারুণ সুযোগ। এখন আমরা সচেষ্ট থাকব দলের জন্য সেরা প্রভাব ফেলার মতো কিছু করতে।’

৩ ম্যাচের সিরিজে ভারত এখন পিছিয়ে ১-০ ব্যবধানে। আজ থেকেই শুরু ফিরে আসার লড়াই। কারণ হারলেই সিরিজের ট্রফি হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আত্মবিশ্বাসী ধাওয়ান বলেছেন, ‘অবশ্যই আমরা পুরনো কিছুই শুরু করব না। নতুন করে সব শুরু হতে যাচ্ছে এবং আমরা সেটা করতেই মুখিয়ে আছি। আমরা খুবই ইতিবাচক এবং খুব ফুরফুরে মেজাজে আছি আগামীকাল (আজ) ভালো ক্রিকেট খেলার জন্য। আমরা অনেক আত্মবিশ^াসী ম্যাচটি নিয়ে। কারণ সিরিজের প্রথম ম্যাচ এটাই প্রথমবার হারিনি আমরা। এটা খুবই স্বাভাবিক। আর আমরা জানি এমন পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।’

×