ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় পতাকার অবমাননা

ইরানিদের কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের কোচ

প্রকাশিত: ১৩:০৮, ৩০ নভেম্বর ২০২২

ইরানিদের কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের কোচ

যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টার

ইরানের পতাকা বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ফুটবল সংস্থা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে ফিফার কাছে নালিশ করেছিল ইরান। যুক্তরাষ্ট্রকে কাতার বিশ্বকাপ থেকে বহিস্কারের পাশাপাশি ১০ ম্যাচে নিষিদ্ধ করার দাবি জানায় দেশটি

পরিস্থিতি জটিল হওয়ার আগেই ইরানি জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টার, 'সোশ্যাল মিডিয়াতে করা পোস্ট সম্পর্কে আমাদের কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফের কোনো ধারণাই ছিল না। ঘটনাটির সঙ্গে আমরা কেউ জড়িত নই। ইরানিদের অনুভূতিকে আমরা শ্রদ্ধা করি। তাই আমি আমার দলের পক্ষ থেকে তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি।'

×