ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফজয়ী নারীদের লাগেজ ভেঙে দুই লাখ টাকা চুরি

প্রকাশিত: ১১:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৬:৩২, ২২ সেপ্টেম্বর ২০২২

সাফজয়ী নারীদের লাগেজ ভেঙে দুই লাখ টাকা চুরি

বিমানবন্দরে অধিনায়ক সাবিনার সঙ্গে কৃষ্ণা রাণী সরকার (বাঁ থেকে দ্বিতীয়)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন নারী দলের ২ খেলোয়াড়ের ডলার হারিয়েছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি।

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

এত ডলার খোয়া গেলেও দুই জনের পক্ষ থেকে  এখনো বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইনসকে কোনো অভিযোগ জানানো হয়নি। গতকাল রাতে দুই জন বিষয়টি খেয়াল করেছেন। আজ দুপুরের দিকে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে। 

কৃষ্ণা ও শামসুন্নাহার দুই জনই সিনিয়র ফুটবলার। গত কয়েক বছরে তারা অনেক বার বিদেশে ভ্রমণ করেছেন। বাংলাদেশ বিমানবন্দরে এ রকম খোয়ার ঘটনা নতুন নয়। এরপরও এত ডলার লাগেজ ব্যাগেজে রাখায় সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন। যদিও কৃষ্ণা ও শামসুন্নাহার উভয়ে তালা দিয়েই লাগেজ ব্যাগেজে ডলার রেখেছিলেন। 

টিএস

×