
.
সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সতর্ক করেছে ইংলিশ পুলিশ। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচ শেষে এক দর্শকের ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলার ঘটনার এ সতর্কবার্তা দেয়া হয়েছে। গত এপ্রিলে এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইডের হেরে যাওয়ার ম্যাচের পর এক ভক্তের ফোন ভেঙ্গে ফেলেন সি আর সেভেন।
পরে জানা যায় ওই ফোন ১৪ বছর বয়সী এক দর্শকের। রোনাল্ডো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ওই দর্শককে ওল্ডট্রাফোর্ডে ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। এতদিন সেই ঘটনার পুলিশি তদন্ত চলছিল। বিবৃতিতে ইংল্যান্ডের পুলিশ জানিয়েছে, আমরা নিশ্চিত করছি যে, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী রোনাল্ডো বুধবার স্বেচ্ছায় হাজিরা দেন।