ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার টি২০ অভিষেকের অপেক্ষায় এবাদত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২১, ১৭ আগস্ট ২০২২

এবার টি২০ অভিষেকের অপেক্ষায় এবাদত

এবাদত হোসেন চৌধুরী

টেস্ট ক্রিকেট দিয়ে বাংলাদেশের জার্সিতে যাত্রা শুরু করেন এবাদত হোসেন চৌধুরীদারুণ লাইন-লেংন্থে দীর্ঘ সময় ধরে বোলিং করে যাওয়ার ক্ষমতার কারণে তিনি হয়ে ওঠেন টেস্ট স্পেশালিস্ট বোলারডানহাতি এই পেসার অবশ্য বেশ কয়েকবার ওয়ানডে দলেও ডাক পেয়েছেন, কিন্তু একাদশে নামা হচ্ছিল নাতবে সদ্য সমাপ্ত জিম্বাবুইয়ে সফরে এ ডানহাতি পেসারের অভিষেক হয়েছে ওয়ানডেতে

দলের বাকি পেসাররা যখন আলগা বোলিংয়ে স্বাগতিক জিম্বাবুইয়ে ব্যাটারদের কাছে নাজেহাল হয়েছেন, তখন এই ডানহাতি পেসার অভিষেকেই দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন৮ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন একটি মেডেনসহতার এই সুশৃঙ্খল বোলিংয়ের পুরস্কার হিসেবে নির্বাচকরা আসন্ন টি২০ এশিয়া কাপের দলে রেখেছেনপ্রথমবার টি২০ ফরমেটের দলে সুযোগ পেয়েছেন তিনিএবার এই ক্ষুদ্র ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেও যাত্রা শুরুর অপেক্ষায় আছেন এবাদততিনি আশাবাদী টি২০ ক্রিকেটেও অচিরেই ওয়ানডে দলের মতো ছন্দ পাবে বাংলাদেশ

১৭ টেস্ট খেলার পর অবশেষে রঙ্গিন পোশাকে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২৮ বছর বয়সী এবাদতেরক্রমেই তিনি অপরিহার্য বোলারে পরিণত হচ্ছেন একটানা দারুণ লাইন-লেংন্থে বল করে যাওয়ার সামর্থ্যরে কারণেএবার জিম্বাবুইয়ে সফরে বাংলাদেশ দল দুঃসহ সময় কাটিয়েছের‌্যাঙ্কিংয়ে এবং গত কয়েক বছরের পারফর্মেন্সে অনেক দুর্বলতর হয়েও এবার জিম্বাবুইয়ে সফরকারী বাংলাদেশকে নাকানি-চুবানি খাইয়েছেপ্রথমবার টি২০ সিরিজ জিতেছে এবং ৯ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষেটি২০-তে ব্যাটারদের ধীরগতির ব্যাটিংটাকেই মূলত দায়ী করা হয়েছে

তবে পেসারদের আলগা ও অনিয়ন্ত্রিত বোলিং ছিল দৃষ্টিকটুপরে ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দল হেরেছে ২-১ ব্যবধানেপ্রথম দুই ওয়ানডেতে ৩০৩ ও ২৯০ রান করেও জিম্বাবুইয়ের ব্যাটারদের আটকাতে পারেননি বাংলাদেশী বোলাররাবিশেষ করে পেসারদের বেদম পিটুনি হজম করা ছিল চোখে পড়ার মতোঅথচ সম্মান বাঁচানোর ম্যাচে তৃতীয় ওয়ানডেতে অভিষেক হতেই দুর্দান্ত বোলিং করেছেন বদলি হিসেবে জিম্বাবুইয়ে যাওয়া এবাদততাই ২৫৬ রান করেও বাংলাদেশ জয় তুলে নেয় ১০৫ রানে

এরই পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টি২০ দলেও সুযোগ পেয়েছেন এবাদতএশিয়া কাপের মতো বড় আসরে অভিষেকের অপেক্ষায় তিনিতাকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও ইতিবাচক কথাই বলেছেন এবং সে সময় সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এবাদতের ভাল বোলিং করার বিষয়টিও তুলে ধরেনযদিও সর্বশেষ বিপিএলে মাত্র ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবাদত১৮ ওভারে ওভারপ্রতি ৭.৬১ করে ১৩৭ রান দিয়েছেন এবং ৬ উইকেট শিকার করেছেনসেদিক থেকে খুব আহামরি কিছু করেছেন এমনও নয়তবে লাইন-লেংন্থে অনেকটাই যত্নশীল এবাদততাই সুযোগটা পেয়েছেনএখন টি২০ অভিষেকের অপেক্ষা তার

এবাদত এ বিষয়ে বলেন,‘টেস্টে সারাদিন বল করতে হয়টি২০ হচ্ছে সংক্ষিপ্ত ফরমেটবুদ্ধি খাটিয়ে বল করতে হবেস্কিলের সঙ্গে জরুরী বিষয় হচ্ছে বুদ্ধিমত্তার ব্যবহারআর সেটি করতে পারলেই টি২০ ক্রিকেটে ভাল বোলিং করা সম্ভবএবাদত বললেন,‘উইকেট  যেহেতু ভাল থাকবে, ব্যাটাররা আগ্রাসী থাকবেপরিকল্পনামাফিক খেলাই মূল বিষয়ওখানে আমাদের চেয়ে অনেক ভালো ভাল বোলার আছেতারা কী করে, তাদের পরিকল্পনা কী দেখবতবে আমরা আমাদের পরিকল্পনা মতোই কাজ করবটি২০ ক্রিকেটে বাংলাদেশ দল টানা পরাজয়ের মধ্যেই বন্দীসর্বশেষ ১৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিকিন্তু এবাদত মনে করেন এই পরিস্থিতি কাটিয়ে উঠবে বাংলাদেশ দলতিনি বলেন,‘আমরা দল হিসেবে ভাল খেলছি না মানে এই না যে আমরা টি২০ খেলতে পারি না

আমরা অদূর ভবিষ্যতে ভাল দল হয়ে উঠব ইনশাআল্লাহটেস্টে পেসাররা নিয়মিত ভালো করছিএবার ওয়ানডে, টি-টোয়েন্টিতে ভাল করার চেষ্টা করবভালোর তো শেষ নেইসবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেআরব আমিরাতে ভিন্নরকম পরিবেশে এবার চ্যালেঞ্জ টি২০ ক্রিকেটেরঅত্যধিক গরম থাকবে মরুর দেশটিতেতবে এসবকে পাত্তা দিচ্ছেন না এবাদত,‘গরম কোনও অজুহাত নাআমাদের দেশেও অনেক গরমগরমকে আমার কাছে তেমন কিছুই মনে হচ্ছে নাআমরা বোলাররা প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে পারলে ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়

×