ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিতেই পার্থক্য দেখছেন তামিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ৯ আগস্ট ২০২২

সেঞ্চুরিতেই পার্থক্য দেখছেন তামিম

তামিম ইকবাল

পরপর দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে জিম্বাবুইয়ে রান তাড়া করার যে চ্যালেঞ্জ নিয়েছিল তাতে তারা সফলপ্রথম ওয়ানডেতে ৩০৩ রান তাড়া করে জিতেছে, দ্বিতীয় ওয়ানডতে স্বাগতিকরা জিতেছে ২৯১ রানের টার্গেটেদুই ম্যাচে বাংলাদেশের ইনিংসে এসেছে একাধিক ফিফটিকিন্তু নেই  কোন সেঞ্চুরিঅথচ দুই ম্যাচেই জিম্বাবুয়ের সেঞ্চুরি চারটিসঙ্গে একাধিক ক্যামিও ইনিংসযা বড় ব্যবধান গড়ে গিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালতার মতে দুই দলের ব্যাটিং পার্থক্য সিরিজে জয়-পরাজয়ের বড় কারণ

পার্থক্য হচ্ছে জিম্বাবুয়ের দুই ম্যাচে চারটি সেঞ্চুরি আছেবাংলাদেশের একটিও নেইআমরা সম্মানজনক পুঁজি  পেয়েছিলামব্যাটিংয়ে আমাদের অনেকেই ভাল শুরু পেয়েছি, কিন্তু কেউ ইনিংস বড় করতে পারিনিউইকেট শুরু থেকেই ভাল ছিলস্পিনারদের বিপক্ষেও ব্যাটিং করা কঠিন ছিল নাবলেন তামিমহারারের উইকেট  যে ভাল ছিল তার প্রমাণ বাংলাদেশের শুরুর রানইদ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের রান ছিল ৬২তামিম ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় তুলে নেন হাফ সেঞ্চুরি

নিজেদের মাঠে স্বাগতিকরা ভাল করায় তামিম তাদের প্রশংসা করতে কার্পণ্য করেননি, ‘জিম্বাবুইয়েকে ক্রেডিট দেয়া উচিততারা ভাল দল বলেই সিরিজ জিতেছেআমাদের নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে হবেএখানে আমরা এখনও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনিএ জন্যই এই অবস্থানেওয়ানডে ফরমেটে শক্তি-সামর্থ্য-র‌্যাঙ্কিং সকল বিচারেই এই সিরিজে ফেবারিট ছিল বাংলাদেশসেখানে এভাবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানোটাকে বড় শিক্ষা হিসেবে দেখছেন কোচ রাসেল ডোমিঙ্গোতিনি বলছেন এই শিক্ষাটা কাজে লাগাতে হবেআগামী বছর বিশ্বকাপ সামনে রেখে শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিং সব বিভাগেই অনেক উন্নতির প্রয়োজন আছে

×