ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, হালান্ডের রেকর্ডে জয়ে শুরু চ্যাম্পিয়ন সিটির, ব্রাইটনের কাছে হেরে বাজে শুরু ম্যানইউর

বিশ্বকাপের আগে অচেনা রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৭, ৯ আগস্ট ২০২২

বিশ্বকাপের আগে অচেনা রোনাল্ডো

ইপিএলে হালান্ডকে জড়িয়ে সিটির ফুটবলারদের উল্লাস

কাতার বিশ্বকাপের আগে এবারের ইউরোপীয়ান ক্লাব মৌসুমের গুরুত্ব অপরিহার্যআগের দিন দুই তারকা লিওনের মেসি ও নেইমার ফরাসী লীগের শুরুতেই নিজেদের জানান দিয়েছেনকিন্তু পরের দিন আরেক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগের মৌসুমের বাজে ফর্ম থেকে বের হতে পারেননিঅর্থা রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে সফরকারী ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানইউ

ম্যাচের ৫৩ মিনিটে ফ্রেডের বদলি হিসেবে মাঠে নেমেও ম্যানইউর ভাগ্য বদলাতে পারেননি রোনাল্ডোসি আর সেভেন মাঠে নামার আগেই দুই গোল হজম করে রেড ডেভিলসরাপরে একটি গোল শোধ করলেও তাতে নিজেদের মুন্সিয়ানা নেই

আরেক ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে লিচেস্টার সিটি দুই গোলে এগিয়ে থেকেও সফরকারী ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে

ম্যানইউ, লিচেস্টার ব্যর্থ হলেও দাপুটে জয়ে মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিসিটিজেনদের হয়ে স্বপ্নের অভিষেক হয়েছে তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডেরনরওয়েজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্ডিওলার দলবরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারের গ্রীষ্মে সিটিতে আসার পর থেকেই হালান্ডকে নিয়ে আলোচনা শুরু হয়

পূর্ব লন্ডনে নিজেদের প্রথম ম্যাচে হালান্ড সিটিজেনদের হতাশ করেননিলন্ডন স্টেডিয়ামে সিটি সবদিক থেকেই হ্যামার্সদের ওপর ছড়ি ঘুরিয়েছেহালান্ড একাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেনআর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরোর উত্তরসূরী হিসেবে হালান্ডকে বিবেচনা করার সাহস সিটিজেনরা দেখাতেই পারেসিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এ্যাগুয়েরোও লীগ অভিষেকে জোড়া গোল করেছিলেন

এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন হালান্ডম্যাচের ৩৬ মিনিটে বদলি গোলরক্ষক আলফোনসে আরেয়োলার বিরুদ্ধে আদায় করা পেনাল্টি থেকে নিজেই গোল করে সিটিজেনদের এগিয়ে দেন হালান্ডবিরতির পর কাউন্টার এ্যাটাক থেকে ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাসে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আগামার এই তারকাম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, জানতাম এই মাঠে আমরা যে কোন সময় বিপদে পড়তে পারিকিন্তু হালান্ডের ওপর আমাদের ভরসা ছিল

×