ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল জিম্বাবুয়ে

প্রকাশিত: ২১:৪২, ৭ আগস্ট ২০২২; আপডেট: ২১:৪৬, ৭ আগস্ট ২০২২

জোড়া সেঞ্চুরিতে সিরিজ জিতল জিম্বাবুয়ে

জেতার পর মাঠে জিম্বাবুয়ে ক্রিকেটারদের উল্লাস

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার প্রত্যাশায় আজ রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৯০ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে খেলতে নেমে ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতেছে  জিম্বাবুয়ে। 

শুরুতেই চাপে ছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান তাওনিশি মারমনি ৪২ বলে রানের খাতায় যোগ করেন ২৫ রান। তাইজুল ইসলামের বলে আউট হন তিনি। পর পর দুইটি উইকেট তুলে নেন হাসান মাহমুদ।

এরপর জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন ঘটান মেহেদী হাসান মিরাজ। চারে নামা ওয়েসলে মাধেভেরেকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার স্পিনার। মিডল অর্ডারে ওয়েসলি মাধবেরেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান মেহেদী হাসান। টানা বিধস্তের পর দলের হাল ধরেন সিকান্দার রাজা ও রেজিজ চাকাভা। প্রথম ম্যাচের মত আজো সিকান্দার অপরাজিত শত রানের ইনিংস খেলেন। তিনি ১২৭ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন। চাকাভা  ৭৫ বলে ১০২ রানের নান্দনিক ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন। 

বাংলাদেশের হয়ে দুইটি করে উউকেট তুলে নেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট পান তাইজুল ইসলাম।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ। মাহমুদ উল্লাহ ৮৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে ৫০ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। এ ম্যাচে জিততে হলে স্বাগতিকদের সংগ্রহ করতে হবে ২৯১ রান।

তৃতীয় উইকেটে নাজমুল হোসাইন শান্তর ব্যাট থেকে আসে ৩৮ রান। মিডল অর্ডারে সিকান্দার রাজার বলে আউট হয়ে ফিরে যান আফিফ হোসেন। তার আগে ৪১ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪১ রান। শেষ দিকে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

জিম্বাবুয়ের হয়ে ৫৬ রানে ৩টি উইকেট তুলে নেন সিকান্দার রাজা। ওয়েসলি মাধভেরে শিকার করেন দুইটি উইকেট।

×