ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাফের সভাপতি হিসেবে সালাউদ্দিনের টানা ৪

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৭, ৩ জুলাই ২০২২

সাফের সভাপতি হিসেবে সালাউদ্দিনের টানা ৪

কাজী মোঃ সালাউদ্দিন

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আবারও কর্ণধার হলেন বাংলাদেশের ফুটবলের জীবন্তু কিংবদন্তি কাজী মোঃ সালাউদ্দিনশনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সাফ  ইলেক্টিভ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সাফের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় সালাউদ্দিনের নামটিএ নিয়ে টানা চতুর্থবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সভাপতি

অবশ্য সালাউদ্দিনই যে সভাপতি হতে যাচ্ছেন, সেটা আগে থেকেই নির্ধারিত হয়েছিলকেননা তার জমা দেয়া মনোনয়নপত্রের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র জমা দেননিফলে সালাউদ্দিনের সাফ সভাপতি হিসেবে নামটি ঘোষণা দেয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতারএর মাধ্যমে আগামী চার বছরের জন্য আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সালাউদ্দিনের মাধ্যমে

সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে প্রেস ব্রিফিংয়ে নিজের পুরনো প্রতিশ্রুতিই আবারও নতুন করে দিলেন সালাউদ্দিন, ‘২০২৩ সাল থেকে নতুন টুর্নামেন্ট আয়োজন করবযার নাম হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

সভাপতি নির্বাচিত হলেও দুই সহ-সভাপতির পদ শূন্যই থেকে গেছে! এ নিয়ে সাফ সভাপতির ভাষ্য, ‘ভারত, পাকিস্তান ও নেপালের ফেডারেশনের সমস্যার কারণে পদ দুটি শূন্যপরের কংগ্রেসে এ বিষয়ে নিষ্পত্তি হবেএদিকে প্রেস ব্রিফিংয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করেছিএখন থেকে এক বছর হবে সাফ চ্যাম্পিয়নশিপ, পরের বছর হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ

গত বুধবার থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ডেলিগেটরা আসতে শুরু করেন ঢাকায়অথচ সাফের অন্যতম দেশ ভারত থেকে আসেননি কোন ডেলিগেটএ নিয়ে হেলাল জানিয়েছিলেন, ‘সাফ সচিবালয় কংগ্রেস আয়োজনে প্রস্তুততবে এই কংগ্রেসে ভারত থেকে কেউ আসছেন না বলে তারা জানিয়েছেনমেয়াদোত্তীর্ণ কমিটি ও আদালতের হস্তক্ষেপে নতুন কমিটি গঠন নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (আইএএফ) ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেতাই সাফ কংগ্রেসে কোন প্রতিনিধি পাঠায়নি তারাএই কংগ্রেস সাফের নির্বাচনী কংগ্রেস

সেই নির্বাচনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মনোনীত সহ-সভাপতি প্রার্থী ছিলেন সুব্রত দত্তনিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন সুব্রতফলে এই পদটি শূন্যই থাকছেবিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা হবেকংগ্রেস যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে

×