ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রীড়া প্রতিমন্ত্রী কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স  টাস্কফোর্সের সদস্য

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫০, ২৯ জুন ২০২২

ক্রীড়া প্রতিমন্ত্রী কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স  টাস্কফোর্সের সদস্য

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

কমনওয়েলথ ইয়থ মিনিস্টিরিয়াল টাস্কফোর্সের পঞ্চম সভা রুয়ান্ডার কিগালিতে গত ২২ জুন অনুষ্ঠিত হয়। সভায় কমনওয়েলথভূক্ত ৫৪ দেশের যুবমন্ত্রী এবং তাদের প্রতিনিরা অংশ নেন।

সভায় আগামী বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অন্যতম সদস্য মনোনীত হন। কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে ফিজি, সামোয়া, মালটা, উগান্ডা, ঘানা, কিংডম অফ এসওয়াতিনি, বাহামা, জ্যামাইকা, স্টেট লুসিয়া এবং ভারত।

রাসেলের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

টাস্কফোর্স কমিটির সদস্যরা বছরে অন্তত একবার লন্ডনে মিলিত হয়ে কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করবেন। এছাড়াও কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিলের এশীয় অঞ্চলের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়।

×