
স্পোর্টস রিপোর্টার ॥ অশ্রুসজল নয়নে ২৬ বছরের হ্যান্ডবল ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন জাতীয় নারী
হ্যান্ডবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার। বুধবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বড় মঞ্চ থেকে বিদায় নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাদারীপুরের হয়ে খেলা ডালিয়া, ‘গত বছরেই অবসর নিতাম। কিন্তু করোনার কারণে খেলা না হওয়ায় বিদায় বলতে পারিনি। এবার সুযোগ পেয়ে বিদায় নিয়েই ফেললাম। এতদিন খেলেছি, আর খেলোয়াড় হিসেবে মাঠে নামা হবে না।’ ফেডারেশন থেকেও তাকে দেয়া হয়েছে বিদায়ী সংবর্ধনা। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে সাফল্য কম পাননি প্লে-মেকার ডালিয়া। ১২ বার হয়েছেন সেরা খেলোয়াড়। এছাড়া মোহামেডান, আরামবাগ, মেরিনার্স ও মাদারীপুরের হয়ে প্রিমিয়ার লিগ খেলে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার্সআপও হয়েছেন।
হ্যান্ডবল খেলার পাশাপাশি ক’বছর ধরে সমানতালে কোচিংও করে গেছেন ডালিয়া। তিন বছর আগে ছেলেদের হ্যান্ডবল দলের কোচ হয়ে আলোড়ন তোলেন।
ভবিষ্যত লক্ষ্য নিয়ে ডালিয়া বলেন, ‘আগে খেলার পাশাপাশি কোচিং করিয়েছি। এখন যেহেতু খেলা নেই, তাই কোচিংয়ের দিকে পুরোপুরি মনোযোগ দিতে চাই। যেখানে সুযোগ পাব, সেখানে হ্যান্ডবল উন্নয়নে কাজ করে যাব। জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডবলের আন্তর্জাতিক কোচেস কোর্স করেছি। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই। সেটা নারী-পুরুষ যে দলেরই হোক।’