ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় টেস্টেও ওয়ার্নারকে নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ১১:৫৯, ২৬ ডিসেম্বর ২০২০

তৃতীয় টেস্টেও ওয়ার্নারকে নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক ॥ কুঁচকিতে চোটের পর দৌড়নোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডেভিড ওয়ার্নারের। তৃতীয় টেস্টের আগে তাকে পুরো ফিট পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের। অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলতে পারেননি বাঁ-হাতি ওপেনার। খেলছেন না শনিবার শুরু হওয়া মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও। এখন তৃতীয় টেস্টে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিডনিতে ৭ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁকে দেখা যাবে অস্ট্রেলিয়া দলে? ল্যাঙ্গার বলেছেন, “আমরা খুবই আশাবাদী। নেটে ও খুব ভাল ব্যাট করেছে। ভাল মুভও করছে। বরাবরের মতোই ছন্দে রয়েছে। খেলার প্রতি ওর এনার্জি আর প্যাশন মারাত্মক। মাঠে নামার জন্য ও সবকিছু করছে। তবে পুরো গতিতে দৌড়তে একটু সমস্যা হচ্ছে ওর। যখন ও দৌড়নোর ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, নিশ্চিতভাবেই ও তখন আমাদের দলে ফিরবে। আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছি ওকে। আর প্রার্থনা করছি ও যাতে দ্রুত ফেরে।”
×