ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের অনুরোধেই পিছিয়েছে বিশ্বকাপ!

প্রকাশিত: ২০:০৭, ২৩ জুলাই ২০২০

পাকিস্তানের অনুরোধেই পিছিয়েছে বিশ্বকাপ!

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের জেরে পিছিয়ে গেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। তবে পাক ক্রিকেটাররা দাবি করছে ভারতের আইপিএল টুর্নামেন্টের জন্যেই বিশ্বকাপ পিছিয়েছে। এই নিয়ে পাকিস্তানের প্রাক্তন ত্রিকেটার শোয়েব আখতার ভারতের বিসিসিআই ও আইপিএল টুর্নামেন্টকে নিশানা করেছেন। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় করা খবরে অন্য তথ্য উঠে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ভারতের চাপে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পিছিয়ে দেয়নি। বরং আইসিসি নিজের সিদ্ধান্তেই কুড়ি বিশের ক্রিকেট আসর পিছিয়েছে। অন্যদিকে পাকিস্তানের অনুরোধেই ২০২৩ বিশ্বকাপ কয়েক মাস পিছিয়ে দিয়েছে আইসিসি। করোনা ধাক্কার কারণে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হবে। ফলে ২০২১ সালে ভারতের মাটিতে হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর পিছিয়ে ২০২২ সালে করা হবে। সেই সঙ্গে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপও ৮ মাস পিছিয়েছে আইসিসি। করোনার কারণে ২০২০ বিশ্বকাপ পিছালেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ কেন পিছানো হল, সে প্রশ্নের উত্তর মিলছিল না কিছুতেই। এবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম চাঞ্চল্যকর দাবি করেছে। তাঁদের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহেসান মানির দাবিতেই ২০২৩ বিশ্বকাপ কয়েকমাস পিছিয়েছে আইসিসি। আইসিসিকে অনুরোধ পাক ক্রিকেট বোর্ডের আগের সূচি অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু ওই সময় পাক বোর্ড পিএসএল আয়োজন করতে চায়। আন্তর্জাতিক মিডিয়ার দাবি সেজন্যই পিসিবি আইসিসিকে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। আইসিসি জানিয়েছে, করোনা আবহে ২০২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া ছাড়া আইসিসির কাছে কোনও উপায় ছিল না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এমনটা জানিয়েছে। সেই সঙ্গে আইসিসির দাবি, মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপ আয়োজন সম্ভব না। সেকারণেই ২০২৩ বিশ্বকাপ পিছাতে হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!