
অনলাইন রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাসকে (৬০) হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে তাকে মেহেরপুর হাইস্কুল মাঠ থেকে হেলিকপ্টারে তুলে দেন পরিবারের লোকজন। এসময় ইমরুল কায়েসের মা দিলারা খাতুন, মামাতো ভাই রনি এবং স্কয়ার হাসপাতালের একজন চিকিৎসক রয়েছে বলে জানিয়েছেন মামাতো ভাই রাশেদ আজিম।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় ইমরুল কায়েসের বাবার ডান পা ভেঙে গেছে এছাড়া তার বাম কানের নিচে আঘাত লেগেছে।
এর আগে, সকাল ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলম সাধুর ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন।