ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করেছে এমসিসি

প্রকাশিত: ১১:৫৩, ৩১ অক্টোবর ২০১৯

 সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করেছে  এমসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ জুয়াড়িদের কাছে গত বছর ৩ বার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। সেই প্রস্তাবে সাড়া না দিলেও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে গোপন করেছিলেন সাকিব আল হাসান। তাই ২ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। শর্তসাপেক্ষে অবশ্য ১ বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের এ অলরাউন্ডার। তবে নিষিদ্ধ হওয়ার পরই বিশ্ব ক্রিকেটের সূতিকাগার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব। এমসিসিও তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছে। দুই বছর আগে এমসিসির সঙ্গে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছিলেন সাকিব। ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যুক্ত হওয়ার পর সিডনি ও ব্যাঙ্গালুরুতে এই কমিটির দুটি সভায় অংশ নিয়েছেন তিনি। ক্রিকেটীয় কর্মকা-ের জন্য এমসিসির এই কমিটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন যেখানে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আছেন। তবে আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর আর এই কমিটিতে থাকা সমীচীন মনে হয়নি সাকিবের। তাই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এমসিসিও তা গ্রহণ করেছে।
×