ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রথম ম্যাচে অনিশ্চিত পাকিদের ট্রাম্পকার্ড আমির

প্রকাশিত: ১০:২২, ৩১ মে ২০১৯

  প্রথম ম্যাচে অনিশ্চিত পাকিদের ট্রাম্পকার্ড আমির

জাহিদুল আলম জয় ॥ ইংল্যান্ডে শুরু হয়ে যাওয়া বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। নটিংহ্যামে বিশ্বকাপের ইতিহাসের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়বে সরফরাজ আহমেদের দল। কিন্তু এই ম্যাচে পাকিদের হয়ে খেলা অনিশ্চিত দলটির ট্রাম্পকার্ড মোহাম্মদ আমিরের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, আমির এখনও পুরোপুরি ফিট নন। নিজের ফিটনেস নিয়ে কোচ মিকি আর্থারকে জানিয়েছেন ২৭ বছর বয়সী গতি তারকা আমির। শতভাগ ফিট হতে আরও একটু বিশ্রাম নিতে চান তিনি। আমিরের কথা শুনে টিম ম্যানেজমেন্টও তাকে ক্যারিবীয়দের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন আমির। ইংল্যান্ডের বিপক্ষে কয়েকদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তারকা এই পেসার। পাকিস্তানের প্রথম দফায় বিশ্বকাপের ঘোষিত দলে ছিলেন না আমির। একটা সময় বিশ্বকাপ খেলার স্বপ্নই ফিকে হয়ে এসেছিল তার। তবে ইংলিশদের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হন তিনি। আমিরের সঙ্গে স্কোয়াডে জায়গা করে নেন ব্যাটসম্যান আসিফ আলিও। অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গায় আমিরকে দলে নেয় পিসিবি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগুনে পারফর্মেন্সের পর থেকে একটু আড়ালে আছেন আমির। এই সময়ে ১৫ ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট। আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি জানিয়েছিলেন ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে ইংল্যান্ড সিরিজে বোলারদের হতাশাজনক পারফর্মেন্সই আমিরকে দলে যুক্ত করার অন্যতম কারণ। এখন কিছুটা অফফর্মে থাকলেও যে কোন মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন আমির। এ কারণেই তাকে বিশ্বকাপ দলে নিতে সাবেক কিংবদন্তিরা অনুরোধ করেছিলেন। পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম তো আমিরকে দলের ভবিষ্যত অধিনায়ক হিসেবেও দেখেন। বর্তমানে অফ ফর্মে থাকলেও আকরামের বিশ্বাস, বিশ্বকাপে আমির চমক দেখাবে। বিশ্বকাপে আমিরের খেলা নিয়ে ওয়াসিম আকরাম বলেন, আমির হয়তো ফর্মে নেই। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত উইকেট শিকার করতে পারেনি। তবে সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার। আমার বিশ্বাস বিশ্বকাপে সে চমক দেখাবে। পাকিস্তানের সম্ভাবনা নিয়ে ওয়াসিম বলেন, ১৯৯২ সালের মতো এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে পাকিস্তানের। আমার বিশ্বাস ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ছেলেরা প্রত্যাশার চেয়েও ভাল ক্রিকেট খেলবে। এদিকে পাকিস্তানের আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসও আশাবাদী তার দেশ ১৯৯২ সালের পুনরাবৃত্তি করতে পারবে। সাবেক এই তারকার মতে, ১৯৯২ আসরের ন্যায় এবারও পাকিস্তান টুর্নামেন্টের ‘আন্ডারডগ’। তবে বিস্ময়কর কিছু ঘটানোর ক্ষমতা তাদের আছে। ওয়াকার বলেন, ২৭ বছর আগে পাকিস্তান প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছে। এরপর এবারই মনে হয় আবারও সেটা ঘটতে যাচ্ছে। কেউ কখনও আমাদের সুযোগ করে দেয়নি এবং আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছি। তবে সুসময় ফিরে এসেছে এবং আমরা সবকিছু অর্জন করেছি, এটাই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেও পাকিস্তান ভাল করবে বলে আশাবাদী ওয়াকার।
×