ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাসাতকিনাকে হারিয়ে সেমিতে জর্জেস

প্রকাশিত: ০৬:৪৭, ৮ এপ্রিল ২০১৮

কাসাতকিনাকে হারিয়ে সেমিতে জর্জেস

স্পোর্টস রিপোর্টার ॥ চার্লসটনের ডব্লিউটিএ আসর থেকে গতবারের চ্যাম্পিয়ন দারিয়া কাসাতকিনা বিদায় নিয়েছেন। তাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন জার্মানির জুলিয়া জর্জেস। জার্মানির দুই নম্বর খেলোয়াড় এবং আসরের পঞ্চম বাছাই জর্জেস এ জয়ের পথে ৩৩টি উইনারের পাশাপাশি আনফোর্সড এরর অনেক কমই করেছেন। রাশিয়ান তরুণী কাসাতকিনা গত বছর দুর্দান্ত খেলেছিলেন। বেসলাইনে দারুণ শক্তিশালী এ তারকা। আর সেটাকেই এবার দুর্বল করে দিয়েছেন জর্জেস। ক্লে কোর্টের এ ইভেন্টে এবারই প্রথম সেমিফাইনালে উঠেছেন তিনি। ৭৭ মিনিটের লড়াইয়ে জর্জেস জয় পান ৬-৪, ৬-৩ সেটে। তবে প্রথম সেটের তৃতীয় গেমে নিজে সার্ভ করলেও হেরে গিয়েছিলেন। কিন্তু আবার ব্রেক পয়েন্ট জিতে ২-২ সমতায় পৌঁছেন। কিন্তু আবারও পিছিয়ে পড়েছিলেন। তারপরও ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ম্যাচে সর্বমোট ৯টি এসেস এবং প্রথম সার্ভের ৮৪ ভাগই জিতেছেন। জয়ের পর জর্জেস বলেন, ‘আমি বেশ ভাল সার্ভ করতে পেরেছি আজ। অবশ্যই এটা জয়ের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। আপনার যদি কোন খেলায় ভাল সার্ভিস করা সম্ভব হয় আপনি রিটার্ন গেমে প্রতিপক্ষকে ভাল চাপে রাখতে পারবেন। আমার মনে হয় এটাই যে কোন ম্যাচের ভাল সামঞ্জস্যতা।’ সেমিতে তার প্রতিপক্ষ লাটভিয়ার অষ্টম বাছাই আনাস্তাসিয়া সেভাস্তোভা। তিনি চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভাবে সরাসরি ৬-৪, ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেন। অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস ও কিকি বার্টেন্স মুখোমুখি হবেন। ইউএস ওপেনে গত বছর রানার্সআপ হওয়া যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস স্বদেশী বার্নার্ডা পেরাকে ৬-২, ৬-৭ (৭-৫) ও ৭-৫ সেটে পরাজিত করেন। হল্যান্ডের ১২ নম্বর বাছাই বার্টেন্স ১৪ নম্বর বাছাই ফ্রান্সের এলিজ করনেটকে ৬-২, ৭-৫ সেটে হারিয়ে দেন।
×