ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন গোলরক্ষক হোপ সোলোকে সম্মাননা

প্রকাশিত: ০৫:৩৫, ৮ মার্চ ২০১৮

মার্কিন গোলরক্ষক হোপ সোলোকে সম্মাননা

স্পোর্টস রিপোর্টার ॥ হোপ সোলোর ব্যাপারে নতুন কিছু বলার নেই। অসামান্য কীর্তি গড়ে ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ২০২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। যা গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ২০১৬ সালে রিও অলিম্পিকে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন হোপ সোলো। তারই পুরস্কার হিসেবে জার্সি উপহার দিয়ে সম্মান জানানো হয় দেশটির এই কিংবদন্তি গোলরক্ষককে। আর তাকে এই জার্সি উপহার দেন আমেরিকার ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কার্লোস কোর্ডিয়েরো। একদিন আগেও যার বিরুদ্ধে তুমুল সমালোচনা করেন হোপ সোলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তত দুইজন ব্যক্তির উচিত এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো।’ আর সেই দুইজনের একজন হলেন তাকে জার্সি উপহার দেয়া সহ-সভাপিত কোর্ডিয়েরো এবং মার্কেটিং প্রেসিডেন্ট ক্যাথি কার্টার। গোল পোস্টের নিচে অসাধারণ পারফর্মেন্সের পাশাপাশি নানান সময়ে বিতর্কিত ঘটনার জন্ম দিয়েও আলোচনায় উঠে এসেছেন হোপ সোলো। বর্তমানে লড়াই করছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পদের জন্য। গত বছর ডিসেম্বরের শুরুতে হঠাৎ করেই মার্কিন ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন জাতীয় মহিলা দলের এই তারকা গোলকিপার। মূলত রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারায় ইউএস সকার ফেডারেশনের সভাপতি সুনীল গুলাটি নতুন করে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। ২০০৬ থেকে তিনি সংস্থার প্রেসিডেন্ট পদে রয়েছেন। নতুন সভাপতি নির্বাচনের দৌড়ে নাম লিখিয়েছেন মোট নয় জন প্রতিদ্বন্দ্বী। যাদের মধ্যে অন্যতম হলেন হোপ সোলো। তার মনোনয়ন গৃহীত হয়েছে। যদিও ফেডারেশনের তরফে আটজনের তালিকা প্রকাশ করা হয়েছে। একজনের মনোনয়নের বৈধতা খতিয়ে দেখছে সংস্থা। লড়াইয়ে রয়েছেন তিন জন সাবেক ফুটবলার পল কালিগিউরি, এরিক উইনালদা ও কাইল মার্টিনো। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন সকার ইউনাইটেডের মার্কেটিং প্রেসিডেন্ট ক্যাথি কার্টার, ইউএসএসএফ-এর সহসভাপতি কার্লোস কর্ডেইরো, বোস্টনের আইনজীবী স্টিভ গানস, নিউ ইয়র্কের আইনজীবী মাইকেল উইনোগ্রাদ, ইউনাইটেড প্রিমিয়ার সকার লিগের নর্থ-ইস্ট কনফারেন্স ম্যানেজার পল লা পয়েন্ট প্রমুখ। হোপ সোলো গত বছরের শেষের দিকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
×