ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে শক্তিশালী দলই খেলবে শেখ জামালের

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ জানুয়ারি ২০১৬

এএফসি কাপে শক্তিশালী দলই খেলবে শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের ১১ ফুটবলারই শেখ জামাল ধানম-ির। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হলে দলবদলের জন্য তাদের নিজ ক্লাবে যেন নিতে না পারে জামাল, এ জন্য বাফুফের কিছু কর্মকর্তার যোগসাজশে তিনটি ক্লাব (ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র) ফুসলিয়ে ওই ১১ ফুটবলারকে নিয়ে যায়। কদিন পরেই এএফসি কাপের মূলপর্বে খেলবে শেখ জামাল। এই পরিস্থিতিতে ক্লাবটি দলগঠনই করতে পারবে না বলে যে সংশয় ছিল, সেটা কেটে যাচ্ছে। জানা গেছেÑ এএফসি কাপ ফুটবলে তারা শক্তিশালী দল নিয়েই খেলতে যাবে। যেসব খেলোয়াড় লীগে খেলেছেন এবং যেসব খেলোয়াড় এবার দল ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের নিয়েই শেখ জামাল সিঙ্গাপুর যাচ্ছে! দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের ফিরে পাবে না বলে যে সংশয় ছিল, ক্লাব সাংগঠনিক শক্তি এবং অন্য ক্লাবগুলোর সহযোগিতায় শেখ জামাল পুরো শক্তি নিয়ে এএফসি কাপ ফুটবলে খেলবে বলে সে সংশয়ের অবসান ঘটা এখন সময়ের ব্যাপার মাত্র। গত মৌসুমে খেলা নিজেদের দলের পুরনো খেলোয়াড় ছাড়াও বাইরের কয়েকজন ফুটবলার নিয়েছে দলে। নেয়া হয়েছে বিদেশী ফুটবলারও। সিঙ্গাপুরে ২৩ ফেব্রুয়ারি এএফসি কাপ ফুটবলে শেখ জামালের খেলা শুরু হবে। প্রতিপক্ষ সিঙ্গাপুর ছাড়াও ফিলিপিন্স এবং মালয়েশিয়ার ক্লাব খেলবে জামালের বিরুদ্ধে। একটি সূত্রে জানা গেছে শেখ জামালের হয়ে খেলবেনÑ হিমেল, মোস্তাক, সোহেল, ইয়ামিন, ইয়াসিন, লিংকন, কেষ্ট, দিদার, রায়হান, নাসির চৌধুরী, জামাল ভুঁইয়া, মামুনুল, সোহেল রানা, আলমগীর রানা, ল্যান্ডিং ডারবোয়ে, এমেকা ডার্লিংটন, ওয়েডসন, ভারতের প্রতীক প্রকাশ, রিয়াসাত ইসলাম, নুর রহমান জোসেফ। এছাড়া মুক্তিযোদ্ধার এনামুল হক, বিজেএমসির রাকিন এবং শেখ রাসেলের মুরাদের নাম জমা দিয়েছে শেখ জামাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এসব নিয়ে এখনও কিছু বলেনি। নামগুলো এএফসির কাছে পাঠাতে বলেছে লীগের বর্তমান শিরোপাধারী শেখ জামাল।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!