ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ক্ষুব্ধ মেসি ক্ষুধার্ত রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৫, ৩১ জুলাই ২০২৫

ক্ষুব্ধ মেসি ক্ষুধার্ত রোনাল্ডো

মেসি ও রোনাল্ডো

এল ক্লাসিকো, রিয়াল না বার্সা, মেসি না রোনাল্ডো- সোনালি সেই দিনগুলো আজ আর নেই...! তবে থেমে নেই দুই মহাদেশের সময়ের সেরা দুই তারকার দ্যুতি। একজন চল্লিশ পেরিয়ে, আরেকজন চল্লিশের কাছাকাছি, দুজন দুই মুলুকে। তবু আলোচনায় ফুটবলের দুই নক্ষত্র।  মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন মেসি। এটি যেন মেসিকে আরও বেশি তাতিয়ে দিয়েছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরেছেন রাজার মতো। লিগস কাপে মেসি ছিলেন মায়ামির মূল একাদশে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। এই দুই গোলেই অ্যাসিস্ট মেসির। ওদিকে সৌদি প্রো লিগে মৌসুমের প্রাক প্রস্তুতিতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনাতে প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজকের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক গোলে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন এই বয়সেও এতটুকু ক্ষুধা কমেনি।
মেজর লিগ সকারের অল স্টারের হয়ে ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল মেসি ও তার ক্লাব সতীর্থ জর্দি আলবাকে। মেজর লিগ সকারের দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, চোট না পেলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ এই ম্যাচ থেকে সরে যেতে পারবেন না। ফলে এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই দুই তারকা। ম্যাচটি ড্র করে মায়ামি। ‘সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে, আগের ম্যাচে খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়, তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি।

আমি যত ম্যাচ খেলি, ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি।’ অ্যাটলাসের বিপক্ষে জয়ের পর নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলএম টেন। এই ম্যাচ দিয়ে লিগস কাপের নতুন আসরে শুভ সূচনা করেছে মায়ামি। ২০১৯ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্ট বড় আকারে নতুন করে শুরু হয় ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় মায়ামি। এবার আসরের ধরন বদলেছে আরও। মেক্সিকান লিগের ১৮ দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা ১৮ দল, মোট ৩৬ দল লড়ছে এবারের টুর্নামেন্টে। 
এদিকে প্রীতি ম্যাচ জয়ের পর রোনাল্ডো এক রকম হুঙ্কার ছুড়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তুলুজের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে গোলের পর তাঁর সেই চিরপরিচিত ‘সিউ’ উদ্যাপন। ক্যাপশনে লিখেছেন, ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কাজ করার বাকি। আমরা কেবল শুরু করেছি।’

প্যানেল হু

×