লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ডিফেন্ডার লুইস।
লিগে টানা চার হার শেষে নটিংহ্যামকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল ম্যানচেস্টার সিটি। তবে তাদের সেই গতি বেশিদিন ধরে রাখা যায়নি। ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-২ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে সিটিজেনরা।
ম্যাচের শুরুতেই প্যালেসের আক্রমণে ব্যাকফুটে চলে যায় সিটি। চতুর্থ মিনিটে ড্যানিয়েল মুনোজের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে ৩০তম মিনিটে সমতায় ফেরে ম্যান সিটি। মাথেউস নুনেসের ক্রস থেকে এরলিং হলান্ডের দারুণ হেডে আসে গোলটি।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ম্যাক্সেন্স লাখোয়ার হেড থেকে আবারও এগিয়ে যায় প্যালেস। কিন্তু ৬৮তম মিনিটে বের্নার্দো সিলভার ছোট পাস ধরে তরুণ ডিফেন্ডার লুইসের শটে আবার সমতায় ফেরে সিটি। তবে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লুইসকে। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েও সিটি কোনো বিপদ হতে দেয়নি, ফলে স্কোরলাইন ২-২-এই থেকে যায়।
এই ড্রয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।
রাজু