ইভান রাউল বুয়াখেরুক।
শীর্ষস্তরের আর্জেন্টিনার ফুটবল লিগের শীর্ষ দল ভেলেস সারসফিল্ডের বিপক্ষে মধ্যমসারির দল দেপোর্তিভো রিয়েস্ত্রার ২২তম রাউন্ডের ম্যাচ। কিন্তু খেলা শুরু হতে না হতেই স্থানীয় ক্রীড়া সম্প্রচারমাধ্যম তে ই সে স্পোর্টসের ধারাভাষ্যকার রিয়েস্ত্রার এক ফুটবলারকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘সে তো এমনকি এটাও জানে না, মাঠে কোথায় দাঁড়াতে হয়… অবিশ্বাস্য! এটা লজ্জাজনক, ফুটবলের জন্য চূড়ান্ত অপমানজনক।’
ধারাভাষ্যকার ম্যাচের শুরুতেই এমন ক্ষোভ প্রকাশ করলেন কেন? ঘটনা হচ্ছে, রিয়েস্ত্রা এমন একজনকে নিয়ে মাঠে নেমেছিল, যিনি এর আগে কখনো ফুটবল খেলেছে কিনা সন্দেহ আছে! ইভান রাউল বুয়াখেরুক নামের সেই ‘ফুটবলার’কে আবার স্ট্রাইকার হিসেবে নামিয়েছিলেন দলটির কোচ ক্রিস্তিয়ান ফাবিয়ানি।
অবশ্য মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি ইভান, ৫০ সেকেন্ড যেতেই তাঁকে উঠিয়ে নিয়েছেন কোচ। এই সময়ের মধ্যে একবারও বলের নাগাল পাননি ২৪ বছর বয়সী অভিষিক্ত ‘স্ট্রাইকার’। এক মিনিটের কম সময় মাঠে থাকলেও ঘটনা যা ঘটার, ঘটে গেছে ততক্ষণে। পুরো আর্জেন্টাইন ফুটবলে তোলপাড় তুলে দিয়েছেন ইভান। অনেকের কাছে এটা চরম লজ্জাজনক, আর কেউ কেউ বলছেন, এ ঘটনা আর্জেন্টাইন ফুটবলকেই অস্মানিত করেছে।
তাঁদের ক্ষোভের যথেষ্ট কারণও আছে। ২৪ বছর বয়সী ইভান রাউল বুয়াখেরুক পেশায় একজন ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘স্প্রিন’ নামে পরিচিত। আর্জেন্টিনা তথা লাতিন অঞ্চলেই ব্যাপক জনপ্রিয় তিনি। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ লাখেরও বেশি। ইনস্টাগ্রামে অনুসারী ৫৪ লাখ ছাড়িয়েছে। এছাড়া আমেরিকান ভিডিও লাইভস্ট্রিমিং সাইট টুইচ-এও তাঁকে ফলো করেন ৯৬ লাখের বেশি মানুষ।
বুয়েনোস আইরেসের ক্লাব রিয়েস্ত্রা মূলত ইভানের এই জনপ্রিয়তাকে পুঁজি করে নিজেদের প্রচারণার কৌশল হিসেবে এমন কাণ্ড ঘটিয়েছে। অদ্ভুতুড়ে প্রচারণা কৌশলের আশ্রয় নেওয়ার জন্য আগে থেকেই খ্যাতি আছে ক্লাবটির। এ কৌশলের অংশ হিসেবে তাঁরা জনপ্রিয় এ ইনফ্লুয়েন্সারকে দলে টানে এবং অন্য সব ফুটবলারের মতো তাঁকে মাঠে নামানোর জন্য গত ফেব্রুয়ারিতেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে তাঁর নাম নিবন্ধন করে।
সে সময় এ নিয়ে সমালোচনা হলেও এটাকে ক্লাবের প্রচারণা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু কে জানত, রিয়েস্ত্রা তাঁকে মাঠেই নামিয়ে দিবে! আর তাতে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
রিয়েস্ত্রার কোচ ফানিয়ানি স্থানীয় একটি রেডিওকে জনিয়েছেন, ইভানকে মাঠে নামানোর কথা তিনি আগেই জানিয়েছিরেন ভেলেসের কোচকে। পাশাপাশি এটাও জানিয়েছেন, কাউকে অসম্মান করা মোটেও তাঁর উদ্দেশ্য ছিল না।
ফাবিয়ানি বলেছেন, ‘(ইভানকে খেলানোর কথা শুনে) তিনি (ভেলেসের কোচ) হেসে হেসে আমাকে বলেছিলেন, ওকে আধাঘণ্টার জন্য মাঠে ছেড়ে দিতে। এটা এমন একটা বিষয়, যা অনেক আগেই (ইভানের সঙ্গে) চুক্তি হয়েছিল। কারণ এই ক্লাবটা প্রচারণার ওপর অনেকাংশে নির্ভরশীল। এমনটা আর হবে না।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। বর্তমানে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার চেয়ারম্যান ভেরন জানিয়েছেন, প্রচারণার এ কৌশলটি মোটেও গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগামযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ফুটবল ও ফুটবলারদের জন্য এটা চূড়ান্ত অপমানের।’
আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন তাঁদের ওয়েবসাইটে লিখেছে, ‘এক মিনিটে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাস ও ভবিষ্যতকে অসম্মান করা হলো যেভাবে..।’
যতোই সমালোচনা হোক, রিয়েস্ত্রা তাঁদের কৌশলে সফল। তারা তো প্রচারণাই চেয়েছিল। তাছাড়া এ ম্যাচ থেকে বুয়েনোস আইরেসের ক্লাবটি পয়েন্টও পেয়েছে।
রিয়াদ