গতকাল রাতে খেলা শুরুর আগেই দুঃসংবাদ পায় বার্সা
গতকাল রাতে নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার হার ১-০ গোলে। এতে করে লা লিগায় মৌসুমের দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল শীর্ষে থাকা বার্সেলোনা। ম্যাচ হারের পর সরাসরি রেফারির দিকে অভিযোগের তির ছুড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। বলেছেন, রেফারির ‘বড় ভুলের’ কারণেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
বার্সার এই হারে কিছুটা স্বস্তি ফিরবে রিয়াল মাদ্রিদে। এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর একপর্যায়ে ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
এখন সেই ব্যবধান নেমে এসেছে ছয়ে। তবে বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। অর্থাৎ পরের ম্যাচটিতে জিতলেই সমান ম্যাচে পয়েন্টের ব্যবধান নেমে আসবে তিনে। বর্তমানে ১৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে।
সোসিয়েদাদের মাঠে গতকাল রাতে খেলা শুরুর আগেই দুঃসংবাদ পায় বার্সা। আগের ম্যাচে চোটে পড়ায় দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই উইঙ্গারকে হারিয়ে বার্সা যেন নিজেদের ধারও হারিয়ে ফেলে।
পুরো ম্যাচে ১১টি শটি নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। লা লিগায় ১০ মৌসুমের মধ্যে এই প্রথম এমন বিব্রতকর পরিসংখ্যানের সাক্ষী হলো বার্সা। বার্সার লক্ষ্যে শট নিতে না পারা দিনে ম্যাচের ৩৩ মিনিটে সোসিয়েদাদের হয়ে ম্যাচের একমাত্র গোলটা করেন শেরাল্ডো বেকের।
এদিন ম্যাচ শেষে জয় পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে ১৩তম মিনিটে ভিএআরে রবার্ট লেভানডফস্কির গোল বাতিলের সিদ্ধান্ত। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল।’
রেফারির ভুলের কথার বলার পাশাপাশি নিজেদের পারফরম্যান্স নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই জার্মান কোচ, ‘এই হারের দায় আমাদের। আমরাই দায়ী। আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।’ এ সময় ইয়ামালকে মিস করার কথাও বলেছেন ফ্লিক, ‘আমরা এখন লামিনে ইয়ামালকে মিস করছি। আমি জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে কি না।’
শিহাব উদ্দিন