
অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ও রূপনা চাকমা
সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার তাদের সামনে অপেক্ষা করছে দশম শিরোপার হাতছানি। নতুন বছরে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে নারী ফুটবলারদের একাধিক ফুটবলীয় পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এর মধ্যে সবার আগে দিতে হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের পরীক্ষা, যা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে। চার-জাতি এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
এই আসরকে সামনে রেখে কোচ ছোটন ৩০ জনের প্রাথমিক দল থেকে সাত ফুটবলার বাদ দিয়ে রবিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। দলের অধিনায়ক হিসেবে ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকে এবং সহ-অধিনায়ক হিসেবে গোলরক্ষক রূপনা চাকমাকে মনোনীত করা হয়েছে।
দলে নতুন মুখ দুজনÑ আফরোজা খাতুন ও আইরিন খাতুন। এবারই প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা। গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া নারী ফুটবল লিগের পারফরম্যান্স ভিত্তি করে এই দুজনকে দলে নেয়া হয়েছে বলে জানান কোচ ছোটন। লিগে আইরিন খেলেছেন নাসরিন স্পোর্টস ক্লাবে এবং আফরোজা জামালপুর কাচারিপাড়া একাদশে। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-২০-এর এই দলে। তারা হলেন রূপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও সোহাগী কিসকু।
এই আসরে ভালো কিছু করে দেখাতে চায় স্বাগতিক বাংলাদেশ। এই আসরটি আগে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে হয়েছিল (অ-১৮ আসরে ২০১৮ সালে এবং অ-১৯ আসরে ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ)। এবার হচ্ছে অনূর্ধ্ব-২০ পর্যায়ে। এটা করা হয়েছে মূলত এএফসির সঙ্গে সঙ্গতি রেখে, কারাণ তারা এএফসি অনূর্ধ্ব-১৮ ও ১৯ চ্যাম্পিয়নশিপ একবার আয়োজন করে এখন অনূর্ধ্ব-২০ পর্যায়ে আয়োজন করছে। রবিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণার পর কোচ ছোটন বলেন, ‘সাফের শিরোপা জয়ের পর মেয়েরাও জানে দেশবাসীর প্রত্যাশা বেড়েছে। নেপাল ও ভারত এখানে শক্তিশালী দল। তবে এটাও নিশ্চিত আমাদের মেয়েরা যে ভালো খেলবে, সেই আত্মবিশ্বাস আমাদের আছে। সেজন্য তারা প্রথম দিনের প্রস্তুতি থেকেই সেভাবে অনুশীলন করেছে।’
সময়ের অভাবে বিদেশী কোন দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি অনূর্ধ্ব-২০ দল। তবে সিনিয়র দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছে তারা। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ৩-০ গোলে।
ছোটনের দলের বৈশিষ্ট্য হচ্ছেÑ খেলোয়াড়রা সবাই কদিন আগেই লিগ খেলে এসেছে। এই দলের বেশিরভাগই এআরবিসি স্পোর্টিং ক্লাবের, ফলে তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, এটা দলের জন্য প্লাস পয়েন্ট।
বাংলাদেশ দল ॥ গোলরক্ষক : রূপনা চাকমা (সহ-অধিনায়ক), ইতি রানী, সাথী বিশ্বাস; রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন; মধ্যমাঠ : স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নওশন জাহান, মোসাম্মৎ রূপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক) ও হালিমা আক্তার; আক্রমণভাগ: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তানজুম, আইরিন খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।
বাংলাদেশের ম্যাচ সময় ॥ ৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বনাম নেপাল, ৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বনাম ভারত, ৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বনাম ভুটান, ফাইনাল : ৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টায়।