
কোরিয়া বনাম ঘানা
প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পরও পর্তুগালের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠেনি ঘানা, ৩-২ গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে ব্ল্যাক স্টার্সদের। অন্যদিকে গ্রুপের আরেক জায়ান্ট উরুগুয়ের সঙ্গে গোলশুন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করেছে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়া।
আজ ‘এইচ’ গ্রুপে মুখোমুখি দক্ষিণ কোরিয়া-ঘানা। টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মোহাম্মদ সালিসু ও জর্ডান আয়েউের দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশ ঘানা।
এমএস