ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁচামরার ম্যাচে নাটকীয়তায় ওয়েলসকে হারাল ইরান

প্রকাশিত: ১৮:৩৯, ২৫ নভেম্বর ২০২২

বাঁচামরার ম্যাচে নাটকীয়তায় ওয়েলসকে হারাল ইরান

জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস ইরানের

বাঁচামরার ম্যাচ ওয়েলস ও ইরানের। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ২-০ গোলে ওয়েলসকে হারাল ইরান। 

ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের।

যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।

এদিন ম্যাচে বল দখলেই কেবল এগিয়ে ছিল ওয়েলস। নয়ত পুরো ম্যাচে এককভাবে আধিপত্য দেখিয়েছে ইরান। ম্যাচে তিনবার বল জালে জড়ায় ইরান। তারমধ্যে অফসাইডের কারণে একটি বাতিল হয়। তবে ইনজুরি সময়ে ৩ মিনিটের ব্যবধানে ২ গোল করে শেষ হাসি ইরানের।

বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক হলেন হেনেসি। ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।

 

এমএইচ

×