ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সাকিবের দারুণ এক অর্জন

প্রকাশিত: ২১:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

সাকিবের দারুণ এক অর্জন

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন সাকিব আল হাসান

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বিশ্বের প্রথম শ্রেণীর ক্রিকেট আসরগুলোর মধ্যে অন্যতম সেরা। আর সেখানেই প্রায় এক যুগ পর খেলতে নেমে নতুন এক মাইলফলক পেরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সারে কাউন্টির হয়ে এই আসরে অভিষেক হয়েছে তার। সমারসেটের বিপক্ষে দুই ইনিংসে ৯ উইকেট শিকারের পথে প্রথম শ্রেণীর ক্রিকেটে পেরিয়েছেন ৩৫১ উইকেটের মাইলফলক।

১৪ বছর আগে প্রথমবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খেলেন সাকিব আল হাসান। তখন উস্টারশায়ারের হয়ে খেলেছেন দুই মৌসুম। এক যুগ আগে সর্বশেষ যখন দলটির হয়ে খেলেন তখন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। এবার সারে কাউন্টির হয়ে খেলতে নেমে আরেকটি মাইলফলক পেরিয়ে গেলেন বোলার হিসেবে। 

সমারসেটের বিপক্ষে ৪ দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। সমারসেট এরপরও প্রথম ইনিংসে ৩১৭ রান করে। এরপর সারে প্রথম ইনিংসে ৩২১ রান করে  লিড নেয় ৪ রানের। মাত্র ১২ রানেই আউট হন সাকিব আল হাসান। 

এরপর সমারসেট দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে দিশেহারা হয়ে গুটিয়ে যায় ২২৪ রানে। ম্যাচের তৃতীয় দিনই ৪ উইকেট নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৯ উইকেটে ১৯৪ রানে দিন শেষ করে সমারসেট। 

বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন বাকি উইকেটটাও তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে এ নিয়ে ২৫তম বার ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান সাকিব। শেষ পর্যন্ত সমারসেট দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২২৪ রানে। 

২৯.৩ ওভারে ১ মেডেনে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ১০৬টি প্রথম শ্রেণীর ম্যাচে সাকিব আল হাসানের উইকেট এখন ৩৫১টি।

মামুন/শহিদ

×