বেন স্টোকস
ক্রিকেটাররা এখন যেখানে অর্থ, প্রতিপত্তি আর গ্ল্যামারের পেছনে ছোটেন, রঙিন পোশাকের ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ছাড়েন, ফ্র্যাঞ্চাইজির জন্য জাতীয় জার্সিকে বিসর্জন দেন, বেন স্টোকস সেখানে ব্যতিক্রম। দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেন ২০১৯ সালে। অথচ টেস্ট অধিনায়ক হিসেবে মনোযোগ বাড়াতে পরের বিশ্বকাপের (২০২৩) আগেই ওয়ানডে থেকে অবসর নেন! এবার জুন-জুলাইয়ে আসন্ন টি২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিলেন কিউই বংশোদ্ভূত ইংলিশ সুপারস্টার।
বোলিং ফিটনেস ফিরে পেতেই তার এই সিদ্ধান্ত। হাঁটুর অস্ত্রোপচারের পর টুকটাক বোলিং করলেও নিজের ফিটনেসে এখনো ঘাটতি দেখছেন বেন। দেশের সঙ্গে প্রতারণা করতে পারবেন না, তাই সেই জায়গায় উন্নতি করে পূর্নাঙ্গ অলরাউন্ডার হিসেবেই ফিরতে চান। ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে পূর্ণ ভূমিকা পালন করতে বোলিং ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করছি। আইপিএল ও বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যে ত্যাগ স্বীকার করছি, আশা করি অদূর ভবিষ্যতের এটা আমাকে পূর্ণ অলরাউন্ডার হিসেবে খেলতে সহায়তা করবে।’