
মোস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারতে উড়াল দিলেন পেসার মোস্তাফিজুর রহমান। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেশ ছাড়ার খবর নিশ্চিত করেছেন এই ক্রিকেটার।
ফেসবুকের ভেরিফায়েড পেজের ক্যাপশনে লিখেছেন, আইপিএল ২০২৩ খেলতে ভারতের উদ্দেশ্যে। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।
মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। দুই কোটি ভারতীয় রুপিতে এবারের নিলামে পুরনো দলে ফিরেছেন তিনি। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তার দলের প্রথম ম্যাচ। ভ্রমণ ক্লান্তিতে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। সম্ভবত দলের উদ্বোধনী ম্যাচে থাকছেন না তিনি।
এসআর