ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন সেই টাইগার যুবারাই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০৪, ৩১ মার্চ ২০২৩

চ্যাম্পিয়ন সেই টাইগার যুবারাই

আফগানদের হারিয়ে বাংলাদেশের যুবাদের শিরোপা-উল্লাস

ক্রিকেটে কতটা গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটি আরও একবার দেখা গেল অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা! আবুধাবির একতরফা ফাইনালে উইকেটের বিশাল জয়ের পথে আফগানদের স্রে উড়িয়ে দিয়েছে আহরার আমিনের দল। টলেরেন্স ওভাল মাঠে টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৭ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। জবাবে ২৩. ওভারে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ (১৪৪/) দুর্দান্ত বোলিংয়ে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রব্বি। নারায়নগঞ্জ থেকে উঠে আসা ১৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ১০ ওভারে রান দিয়েছেন ২৯, মেডেন ১টি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে আফগানিস্তান তুলে ফেলে বিনা উইকেটে ২৮ রান। ষষ্ঠ ওভারে হিজবুল্লাহ দোরানিকে (১৩) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। দলের স্কোর৫০ পেরোনের পর  দ্রুত উইকেট হারায় আফগানরা। ওয়াফিউল্লাহ তারাখিলকে (২৭) বোল্ড করে শিকার শুরু মাহফুজের। নিজের পরের দুই ওভারে তিনি ফিরিয়ে দেন সোহেল খান () কাময়ান হোতাককে () অষ্টাদশ ওভারে ৬০ রানে উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগনরা। সেখান থেকে ইনিংস সেরা ৫৪ রানের জুটিতে দলের স্কোর একশ পার করেন মোহাম্মদ হারুন খালিদ তানিওয়াল। এরপরই মাহফুজ পরপর দুই বলে খালিদ ফরহাদ ওসমানিকে বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করেন। পরে তিনি এলবিডব্লিউ করেন ইয়ামা আরবকে। আর একই ওভারে হারুন বশির আহমেদকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন রাফি। আফগানদের ইনিংসে ৬২ বলে চারে সর্বোচ্চ ৬৫ রান আসের হারুনের ব্যাট থেকে।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে উইকেটে নেন মাহফুজ। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে উইকেট নিয়েছিলেন অফস্পিনার সঞ্জিত সাহা। বাংলাদেশের রান তাড়ায় ১৩ বলে চারে ১৭ রান করে বিদায় নেন আশিকুর রহমান। তিনে নেমে জিশান আলম ১৯ বলে চারে করেন ৩৫ রান। এরপর তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান আরিফুল ইসলাম। আরিফুল ৩৩ বলে করেন ২২। ওপেনার রিজওয়ান ৪৯ বলে চার এক ছক্কায় করেন ৪৩। বাকিটা সারেন আহরার আমিন মোহাম্মদ শিহাব। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হেরেছিল উইকেটে।

×